ব্রেকিং নিউজ

ক্ষমতা ধরে রাখতে নৃশংসতার সীমা ছাড়িয়েছে মমতার সরকার। পাত্রসায়রে তোপ মুকুলের।

ক্ষমতা ধরে রাখতে নৃশংসতার সীমা ছাড়িয়েছে মমতার সরকার। পাত্রসায়রে তোপ মুকুলের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ক্ষমতা ধরে রাখতে নৃশংসতার সীমা ছাড়িয়ে, ১৪ বছরের ছাত্র কে গুলি চালাল মমতার পুলিশ। মঙ্গলবার বিকেলে পাত্রসায়রের কাঁকরডাঙ্গায় গুলিবিদ্ধ বিজেপি কর্মীদের পরিবার,পরিজনদের সমবেদনা জানাতে গিয়ে, সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। গুলিবিদ্ধদের পরিবারের সাথে কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন মুকুল বাবু।

পাশাপাশি, গ্রামে বাড়ী তৈরীতে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার প্রসঙ্গ তুলেও রাজ্য সরকার কে এক হাত নেন তিনি।

তৃণমূলের শো-কলড় নেতারা জন সংযোগ যাত্রায় গ্রামে ঢুকে, জয় শ্রী রাম ধ্বনি শুনতে না পেরে, পুলিশ কে দিয়ে গুলি চালিয়াছে বলে কার্যত নাম না করা তৃণমূলের রাজনৈতিক পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মুকুল রায়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story