ব্রেকিং নিউজ

অস্ত্র আইনে ধৃত সৌমিত্রের আপ্ত সহায়কের ৩দিনের পুলিশ হেফাজতে, চলবে ম্যারাথন জেরা।

অস্ত্র আইনে ধৃত সৌমিত্রের আপ্ত সহায়কের ৩দিনের পুলিশ হেফাজতে, চলবে ম্যারাথন জেরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : যে আপ্ত সহায়ক কে পুলিশ গুম করে রেখেছে বলে, গতকাল সন্ধ্যেতে ফেসবুক লাইভে অভিযেগ তুলেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, তাকেই আজ অস্ত্র আইনে গ্রেপ্তার করে বিষ্ণুপুর আদালতে তুলল পুলিশ।

সাংসদের আপ্ত সহায়ক সুশান্ত দাঁ, ওরফে গোপীকে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ধৃতের স্ত্রীর দাবী, জিমের কাগজ পত্র সংক্রান্ত কাজের নামে ডেকে পাঠিয়ে, এসডিপিও গোপীকে গ্রেপ্তার করেন।তার স্বামী নির্দোষ, পাশাপাশি,গোপীর আইনজীবী সোমনাথ রায় চৌধুরীও এই গ্রেপ্তারের পিছনে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন।

যদিও, বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল কান্তি দাসের দাবী, অস্ত্র আইনে গোপীকে গ্রেপ্তার করা হয়েছে।দিন কয়েক আগে, কাদের খান নামে এক ব্যক্তি কে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। তাকে, জিজ্ঞাসাবাদ করে, গোপীর এই ঘটনায় যুক্ত থাকার কথা জানতে পেরে পুলিশ গোপীকে গ্রেপ্তার করে।

এদিকে,এই ঘটনায় বিষ্ণুপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, পুলিশ গোপীকে হেপাজতে নিয়ে জেরার পর এই মামলার তদন্তে আরও কোনো রাঘব বোয়াল কে ধরে কিনা? তা নিয়েও জল্পনা চলছে বিষ্ণুপুর জুড়ে!

#দেখুন ভিডিও।[embed]

Next Story