Home > জঙ্গলমহল খাতড়া > সোমবার ভারত জাকাত মাঝি পারগানার রাজ্যে অবরোধের ডাক। জাতীয় ও রাজ্য সড়ক, রেল পথ অবরোধে জেলা জুড়ে থাকবে পিকেটিং। পরিবহন ব্যবস্থা ব্যহত হওয়ার আশঙ্কা!
সোমবার ভারত জাকাত মাঝি পারগানার রাজ্যে অবরোধের ডাক। জাতীয় ও রাজ্য সড়ক, রেল পথ অবরোধে জেলা জুড়ে থাকবে পিকেটিং। পরিবহন ব্যবস্থা ব্যহত হওয়ার আশঙ্কা!
BY Bankura 24x723 Sept 2018 9:36 PM IST
X
Bankura 24x723 Sept 2018 9:36 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেন : ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে সোমবারের সারা রজ্য জুড়ে জাতীয় সড়ক,রাজ্য সড়ক ও রেল পথে অবরোধের জেরে পরিবহন ব্যবস্থা ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই আদিবাসী সংগঠনের ৮ দফা দাবীতে ডাকা এই বাংলা বন্ধের প্রভাব বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গল মহলের জেলা গুলিতে বেশী মাত্রায় পড়বে।
বাঁকুড়া,পুরুলিয়া,ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কার্যত যে পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়বে তা বলাই বাহুল্য।
কাল পথে বেরতে হলে তাই ঝুঁকি রয়েই যাচ্ছে। জেলার কোথায়,কোথায় এই সংগঠনের পিকেটিং থাকবে তার খসড়া তালিকা বাঁকুড়া২৪X৭ এর হাতে রয়েছে। এই তালিকায় একবার চোখ বুলিয়ে নিয়ে পথে পাড়ি দিলে হয়রানি এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।
যদিও,জেলা প্রশাসনের সূত্রে জানানো হয়েছে সোমবার জীবন যাত্রা স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হবে।
Next Story