আগাম আবহাওয়া

বিশ্বকর্মা পুজোতেও শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা,ফের ঘনাচ্ছে নিম্নচাপ,উইক এন্ডেও বৃষ্টির ভ্রুকুটি জেলায়।

বিশ্বকর্মা পুজোতেও শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা,ফের ঘনাচ্ছে নিম্নচাপ,উইক এন্ডেও বৃষ্টির ভ্রুকুটি জেলায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বিশ্বকর্মা পুজোর দিনও মুখ ভার থাকবে আকাশের। শরতের মেঘমুক্ত আকাশের চির পরিচিত চিত্র এবার অধরায় থেকে যাবে বাঁকুড়া বাসীদের কাছে। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটার মধ্যে মাঝে মধ্যে রোদের উঁকি-ঝুঁকি দেখা দিলেও একেবারে স্বস্তি মিলবে না। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতেও আবহাওয়া খুব একটা হেরফের হবে না। রাতের আকাশ থাকবে ধোঁয়াশাচ্ছন্ন। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্ব নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রীর আসেপাশে থাকবে। দিনে আপেক্ষিক আদ্রতা ৮০% এবং রাতে তা বেড়ে হবে ৯৩%। পাশাপাশি, এক নিম্নচাপের জের কাটতে না কাটতেই ফের পুর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত ঘনীভূত হয়েছে।

এর জেরে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি,এই ঘূর্ণাবর্ত ১৮ তারিখ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকুলের কাছাকাছি চলে আসবে। ফলে ১৮ ও ১৯ এই দুইদিন অর্থাৎ শনি ও রবি এই দুইদিন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন আভাস মিলেছে হাওয়া অফিস থেকে। আর এমন বৃষ্টির ভ্রুকুটির মধ্যে ভাদু আর বিশ্বকর্মা পুজোর আনন্দ যে খানিক ম্লান হবে তা বলাই বাহুল্য। এমনকি পুজোর আগে উইক এণ্ডে বৃষ্টি পন্ড করে দিতে পারে প্রাক শারদীয় উৎসবের কেনাকাটাও। তাই জেলার আকাশের পাশাপাশি ব্যবসায়ীদেরও মুখ ভার।


Next Story