আগাম আবহাওয়া

বেলায় রোদ বৃষ্টির লুকোচুরি চললেও দুপুরে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা।

বেলায় রোদ বৃষ্টির লুকোচুরি চললেও দুপুরে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজও বৃষ্টি থেকে রেহাই মিলবে না জেলাবাসীর। বেলার দিকে রোদ- বৃষ্টির লুকোচুরি চললেও দুপুর গড়ালে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, বেশীরভাগ সময় আকাশ থাকবে মেঘলা এবং ধোঁয়াশাচ্ছন্ন।দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রীর আসেপাশে। সর্ব নিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী। রাতের আকাশ ও থাকবে মেঘলা ও ধোঁয়াশাচ্ছন্ন। হালকা ঝোড়ো বাতাস বইতে পারে রাতেও। দিনে আদ্রতা থাকতে পারে ৮৪% এবং তা রাতে বেড়ে হতে পারে ৯৫% পর্যন্ত। তবে বিশ্বকর্মা পুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই এমনটাই আভাস মিলেছে।এদিকে টানা বৃষ্টির জেরে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়েছে। রাত পোহালেই রাঢ়বাংলার লোক উৎসব ভাদু পরব৷

তার আগে এই বৃষ্টির ঘনঘটায় ঘুম ছুটেছে জেলার গ্রামে,গ্রামে ভাদু আরাধনাকারীদের। পাশাপাশি, ভাদ্র সংক্রান্তির দিনই রয়েছে বিশ্বকর্মা পুজো। তাই এই উৎসবের প্রাক্কালে বৃষ্টির ভ্রুকুটি কিছুতেই মেনে নিতে পারছেন না জেলার উৎসব প্রেমী মানুষজন। তবে, তাদের কাছে খানিকটা হলেও স্বস্থির খবর ভাদু তথা বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টির ঘনঘটা অনেকটাই কমে যাবে। বিক্ষিপ্ত দু,এক পশলা বৃষ্টি ইতি উতি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জেলায়।



Next Story