পড়াশোনা ২৪X৭

জল থৈ থৈ স্কুল ক্যাম্পাস,পরীক্ষা বাতিল ওন্দা গার্লস স্কুলে,পাম্প লাগিয়ে জল হটানোর চেষ্টা।

এই সমস্যা কাটিয়ে তোলার জন্য বিডিও এবং জেলার স্কুল শিক্ষা দপ্তরের সাহায্য চাওয়া হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ঘোষ।তারপরই ব্লক প্রশাসনের উদ্যোগে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালানো হয়।তবে,পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শুক্রবারের পরীক্ষা বাতিল করা হয়।

জল থৈ থৈ স্কুল ক্যাম্পাস,পরীক্ষা বাতিল ওন্দা গার্লস স্কুলে,পাম্প লাগিয়ে জল হটানোর চেষ্টা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জল থৈ থৈ স্কুল ক্যাম্পাসজলবন্দি স্কুলের গার্লস হোস্টেলও। স্কুল ঢোকার রাস্তা জলমগ্ন।এমন অবস্থায় শেষে স্কুলের পরীক্ষায় বাতিল করতে হল স্কুল কতৃপক্ষকে।জেলার ওন্দা ব্লকের ওন্দা গার্লস হাই স্কুলের ঘটনা।জমে থাকা জল হটাতে পাম্পও লাগানো হয় এদিন।এই স্কুলে বর্ষার মরসুমে ফি- বছর এই অবস্থা হলেও তা কাটিয়ে তোলার কোন ব্যবস্থা আজও না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়া,এবং অবিভাবকরা।মুলত নিকাশি ব্যবস্থার বেহালের জেরেই এই ভোগান্তি৷তবে,এই সমস্যা কাটিয়ে তোলার জন্য বিডিও এবং জেলার স্কুল শিক্ষা দপ্তরের সাহায্য চাওয়া হয়েছে বলে জানান,স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ঘোষ।

তারপরই ব্লক প্রশাসনের উদ্যোগে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালানো হয়।অন্যদিকে,স্কুল পরিচালন সমিতির সভাপতি চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় এই সমস্যার কথা স্বীকার করে নিলেও কিভাবে সমস্যার স্থায়ী সমাধান করবেন তা নিয়ে কোন আশ্বাস দিতে পারেন নি।এখন প্রশ্ন উঠছে, টানা কয়েক বছর ধরে এই সমস্যা দেখা দিলেও তার স্থায়ী সমাধান কেন আজও হলনা।স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সামান্য নিকাশি ব্যবস্থার হাল ফেরালেই এই সমস্যা মিটে যাবে।অথচ, প্রশাসনিক স্তরে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না অভিযোগ তুলেছেন তারা।

এবং দাবি করা হচ্ছে যে, প্রশাসনিক স্তরে উদাসীনতার ফলে খেসারত দিতে হচ্ছে স্কুলের পড়ুয়াদের।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story