পড়াশোনা ২৪X৭

ট্রেনে ভিক্ষে করে বি এড পড়ছে,নাবালিকা ছাত্রী বিয়ে ভেঙ্গে স্কুলে যাচ্ছে - এমন লড়াকু একগুচ্ছ পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দিল উত্তরণ।

উত্তরণ তাদের সিমিত ক্ষমতার মাধ্য দিয়ে আর্থিক সাহায্য তো করেই। তা ছাড়া পড়াশোনার গাইড,কম খরচে, বা নিখরচায় টিউশন পড়ার ব্যবস্থা,বইপত্র ব্যবস্থাও করে থাকে।

ট্রেনে ভিক্ষে করে বি এড পড়ছে,নাবালিকা ছাত্রী বিয়ে ভেঙ্গে স্কুলে যাচ্ছে - এমন লড়াকু একগুচ্ছ পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দিল উত্তরণ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উত্তরণ থেমে নেই! টানা ১১ বছর ধরে জেলা ও রাজ্যের প্রচুর অভাবী,মেধাবী পড়ুয়াদের জীবনের উত্তরণের সাথী হয়ে নজীর গড়েছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বাঁকুড়ার ছাত্র,ছাত্রীরা মিলেই গড়ে তোলে,অসহায় ছাত্র, ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য। অন্যন্য বছরের মতো এই বছরও বেশ কিছু ছাত্র,ছাত্রীর হাতে উত্তরণ স্কলারশিপ তুলে দেওয়া হল একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাঁকুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। শুধু বাঁকুড়া জেলায় নয় পড়শী জেলা ঝাড়গ্রাম সহ অন্যন্য জেলার ছাত্র,ছাত্রীরাও উত্তরণের সাহায়তা পেয়ে থাকে। অন্ধ এবং অভাবী সুভাষ ট্রেনে গান শুনিয়ে ভিক্ষে করে, নিজের পড়ার খরচা চলায়। এবং অন্ধ সুভাষ তার প্রতিবন্ধকতা কে জয় করে এখন বিএড পড়ছে।

এমন লড়াকু সুভাষের পাশে থাকতে তাকে উত্তরণ স্কলারশিপের মাধ্যমে চারহাজার টাকা সহায়তা করে, তার লড়াইকে কুর্নিশ জানাল উত্তরন। এমনই আর এক লড়াকু মেয়ে সাথী। শহরের রামপুর এলাকার বাসিন্দা সে। বা,মাকে হারিয়ে সে জ্যাঠা ও জ্যাঠাইমার কাছে মানুষ। কিন্তু তারা নাবালিকা সাথীর বিয়ে দেওয়ার ছক কষেছিলেন।সাথী বিয়ের পিঁড়িতে না বসে,পুলিশের সাহায্যে সেই বিয়ে ভন্ডুল করে দেয়। এবং পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। এই সাথীর লড়াইয়ের পাশে থাকতে তার হাতেও তুলে দেওয়া হয় উত্তরণ স্কলারশিপের টাকা। শুধু সাথী বা সুভাষ নয়, এমন অনেক ছাত্র,ছাত্রীদের হাতেই এদিন উত্তরন স্কলারশিপ তুলে দেওয়া হয়। এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় উত্তরণের পক্ষ থেকে। উত্তরণ এখন জেলার গন্ডি ছাড়িয়ে সারা রাজ্য জুড়ে এমন কাজ শুরু করে দিয়েছে।

ফলে, উত্তরণের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। সাহায্যের হাত বাড়াচ্ছেন। যেন উত্তরণ আরও বেশী, বেশী অভাবী,মেধাবী ছাত্র,ছাত্রীদের পাশে দাঁড়াতে পারে।গত ১১ বছরে উত্তরণের সহায়তা নিয়ে অনেকে রিতীমত প্রতিষ্ঠিত। উত্তরণ তাদের সিমিত ক্ষমতার মাধ্য দিয়ে আর্থিক সাহায্য তো করেই। তা ছাড়া পড়াশোনার গাইড,কম খরচে, বা নিখরচায় টিউশন পড়ার ব্যবস্থা,বইপত্র ব্যবস্থাও করে থাকে। গত রবিবার ছিল উত্তরণের ১১ তম বার্ষিক সম্মেলন৷ আর সোমবার আয়োজন করা হয় উত্তরণ স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানের। এদিন মঞ্চ থেকে আগামী দুই বছরের জন্য গঠিত উত্তরণের কার্যকরী সমিতির সদস্যদের নামের তালিকাও ঘোষণা করা হয়। উত্তরণ এভাবেই কাজ করে যাক। বাঁকুড়া২৪x৭ পরিবারের পক্ষ থেকে উত্তরণের জন্য অনেক,অনেক শুভেচ্ছা রইল।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story