পড়াশোনা ২৪X৭

উচ্চ মাধ্যমিকে রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান।

উচ্চ মাধ্যমিকে রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উচ্চ মাধ্যমিকে রাজ্যে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান।বাকুড়া শহরের চাঁদমারিডাঙার বাসিন্দা সুষমা খান। এবছর ৪৯৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে যুগ্ন ভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে মাধ্যমিকেও রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়েছিল। বাঁকুড়া মিশন গার্লস স্কুল থেকে ৬৯৪ পেয়ে সে মাধ্যমিকে চতুর্থ হয়েছিল।আর উচ্চমাধ্যমিকে ৪৯৫ পেয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হল সুষমা।তবে,একটুর জন্য প্রথম হতে না পারায় খানিক আক্ষেপ রয়ে গেলেও এই ফলাফলে সে খুশী। তার প্রিয় বিষয় ভুগোল।


সুষমা এবার ভূগোল নিয়ে পড়াশোনা করে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চায়।সুষমার বাবা এবং মাও চান মেয়ে নিজের ইচ্ছে মতো পড়াশোনা করুক।সুষমার বাবা লবকুমার মণ্ডল রাজ্য সরকারের পরিসংখ্যান বিভাগের কর্মী। পুরুলিয়ায় কর্মরত। মা উমা সামলান সংসার। দুই মেয়ের মধ্যে সুষমা ছোট। তার পড়ার পাশাপাশি গানেও প্রতিভা রয়েছে। তার দিদি প্রিয়মা খান প্রাণিবিদ্যায় সাম্নানিক স্তরে পড়াশোনা করছেন। এই জেনারেশনের মেয়ে হয়েও এখনও সোস্যল মিডিয়াতে কোন একাউন্ট নেই সুষমার। তাই সোস্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে সে এখনও প্রতিদিন নিয়ম করে ডাইরি লেখে।এটা তার বরাবরের অভ্যাস।

সুষমা তার এই সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story