কলেজ,বিশ্ববিদ্যালয়ের আদলে নবীন বরণ গৈরা প্রাথমিক স্কুলের পড়ুয়াদের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কলেজ,বিশ্ববিদ্যালয়ের আদলে গ্রামের প্রার্থমিক বিদ্যালয়ে নবীন বরণের আয়োজন করে নজর কাড়ল বাঁকুড়া সদর নর্থ সার্কেলের পুরন্দরপুর অঞ্চলের গৈরা প্রাথমিক বিদ্যালয়।কোভিড আবহে প্রায় দু বছর পর স্কুলের আঙ্গিনার বাইরে ছিল প্রাথমিকের ক্ষুদে পড়ুয়ারা। এবার তাদের নিয়মিত স্কুলমুখী করে তুলতেই এই নবীন বরণের আয়োজন। বাঁকুড়া নর্থ সার্কেলের গৈরা প্রাথমিক বিদ্যালয়ের যদিও স্কুল ছুট কোন ছাত্র নেই। তবুও স্কুলের সাথে ক্ষুদে পড়ুয়াদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্যই এই প্রয়াস স্কুল কতৃপক্ষের। পড়ুয়াদের বরণ করার পাশাপাশি, ছিল সাংষ্কৃতিক অনুষ্ঠান। এদিন বসন্ত উৎসব ও নবীন বরণ এই দুইয়ের মেল বন্ধন ঘটিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও পসরা সাজিয়ে ছিল এই বিদ্যালয়টি।
ক্ষুদে পড়ুয়াদের এই নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ জোগান জেলার সদর নর্থ সার্কেলের এস,আই সন্দীপ কুমার মন্ডল। তিনি বলেন, প্রার্থমিক স্কুলে এই ভাবে নবীন বরণের আয়োজন নিসন্দেহে প্রশংসার দাবী রাখে। এবং কোভিড আবহের জেরে দুবছর পর স্কুলে ফিরে পড়ুয়ারা এই অনুষ্ঠান তারিয়ে,তারিয়ে উপভোগ করছে। পাশাপাশি, এর ফলে পড়ুয়াদের এদিন স্কুল মুখী হওয়ার হার বেড়েছে। অন্যদিকে,গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কলেজ,বিশ্ববিদ্যালয়ের আদলে নবীনবরণের আয়োজন করতে পেরে খুশী স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার সিনহাও। তিনি বলেন, পড়ুয়াদের অংশগ্রহণে ভালো সাড়া মিলেছে। এমন অনুষ্ঠানের আয়োজনে গৈরার প্রাথমিক স্কুলের ক্ষুদেদের সাথে পড়াশোনার নিবিড় যোগ গড়ে তুলেতে সহায়ক হবে বলে মনে করছেন গ্রামের শিক্ষাবিদরাও।
এখন দেখার স্কুল কতৃপক্ষের এই প্রচেষ্টা কতখানি সফল হয়। সেদিকেই নজর রইল অবিভাবদের।
👁️দেখুন 🎦ভিডিও।👇