পড়াশোনা ২৪X৭

বাঁকুড়া থেকে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ৫৭ জনের স্থান,জেলার সর্বকালীন রেকর্ড।

বাঁকুড়া থেকে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ৫৭ জনের স্থান,জেলার সর্বকালীন রেকর্ড।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে হাফ সেঞ্চুরি পার করে রেকর্ড গড়ল বাঁকুড়া। এবার রাজ্য মেধা তালিকায় জেলার ৫৭ জন কৃতি পড়ুয়া জায়গা করে নিল।যা জেলার সর্বকালীন রেকর্ড। মেধা তালিকায় চতুর্থ থেকে দশম পর্যন্ত এই ৫৭ জন বিভিন্ন র‍্যাঙ্ক করেছে। জেলার বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় এবং সিমলাপালের মদন মোহন হাইস্কুল দারুন ফল করেছে৷ সিমলাপাল মদন মোহন হাইস্কুলের ৯ জন এবং বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে ৮ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।

এবার বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়ারা তাদের সুনাম অনুয়ায়ী উচ্চ মাধ্যমিকে ফল করতে পারেনি।জেলায় ৫৭ জন কৃতিদের মধ্যে প্রথম দশে ৩১ জন ছাত্র এবং ২৬ জন ছাত্রী রয়েছে।জেলায় সর্ব্বোচ্চ ৪৯৫ নাম্বার পেয়ে প্রথম এবং রাজ্যের মেধা তালিকায় ৪র্থ স্থান অর্জন করেছে সোনামুখীর পাথরমোড়া হাইস্কুলের অর্পিতা মন্ডল।দারিদ্রতার সাথে লড়াই করে অর্পিতা সফলতা পেয়েছে। অন্যদিকে, আর এক ছাত্রী সিলি টুডু সাঁওতালি মাধ্যমে রাজ্যে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নাম্বার ৪৮৮। এবার উচ্চ মাধ্যমিকে জেলা থেকে ৫৭ জন মেধা তালিকায় স্থান পেয়ে নয়া নজির গড়েছে বলে জানিয়েছেন জেলার বিদ্যালয় পরিদর্শক পিযুষ কান্তি বেরা।

👁️দেখুন 🎦 ভিডিও 👇


Next Story