পড়াশোনা ২৪X৭

অনলাইনের গন্ডি টপকে স্কুলের আঙ্গিনায় পড়ুয়ারা,বাঁকুড়ার স্কুলে,স্কুলে উৎসবের আমেজ।

অনলাইনের গন্ডি টপকে স্কুলের আঙ্গিনায় পড়ুয়ারা,বাঁকুড়ার স্কুলে,স্কুলে উৎসবের আমেজ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :প্রায় দেড় বছর পর স্কুলের আঙ্গিনায় পড়ুয়ারা। অনলাইন ক্লাসের গন্ডি টপকে ফের চেনা ছন্দে ফিরে আসার বাঁধভাঙ্গা আনন্দে কার্যত উৎসবের চেহারা নিল জেলার প্রতিটি স্কুল কলেজ জুড়ে। জেলার সদর শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্র চিত্রটা এদিন ছিল একই


স্কুলে,স্কুলে,কলেজে,কলেজে পড়ুয়াদের ফুলের তোড়া দিয়ে বরন,চকলেট বিলি আবার কোথাও উষ্ণ অভ্যর্থনার আয়োজন ছিল নজর কাড়া৷ শহরের লোকপুর হাইস্কুলের গেটে ধরা পড়ল বিভিন্ন কার্টুন ও জোকারদের পড়ুয়াদের স্বাগত জানানোর ছবি। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি,জেলার কলেজ গুলিতেও প্রায় ১৮ মাস পর শ্রেণী কক্ষে পঠন পাঠনের চেনা ছন্দ ফেরার আবহ ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

আর সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও ফের স্কুল খোলার প্রথম দিনে পড়ুয়া থেকে শিক্ষক,শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রধান সকলেই উচ্ছ্বাস প্রকাশও করলেন।কোভিড বিধি মেনে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও কোভিড পরবর্তী পঠন পাঠনের সুচনার প্রথম দিনে স্কুলে,কলেজে পড়ুয়াদের উপস্থিতির পাশাপাশি অবিভাবকদেরও স্কুলের আড্ডারও নবীকরণ হল তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story