খেলা

সাংবাদিক একাদশকে হারিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী বাঁকুড়া পুলিশ সুপার একাদশ।

সাংবাদিক একাদশকে হারিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী বাঁকুড়া পুলিশ সুপার একাদশ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : . নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আজ বাঁকুড়া পুলিশ লাইন গ্রাউন্ডে আয়োজিত বাঁকুড়া জেলা সাংবাদিক একাদশ বনাম বাঁকুড়া পুলিশ সুপার একাদশের এক প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী হল বাঁকুড়া পুলিশ সুপার একাদশ। এই প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ সুপার একাদশের বোলারদের কাছে কার্যত দাঁড়াতেই পারেননি এদিন। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যান সাংবাদিক একাদশের ব্যাটসম্যানরা। মাত্র ৪৪ রানেই ইনিংস শেষ হয়ে যায় সাংবাদিক একাদশের।এর পর ব্যট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পুলিশ সুপার একাদশ।

পুলিশ সুপার কোটেশ্বর রাও ব্যটে নজর কাড়েন। প্রসঙ্গত টানা তিন বছর এর আগে সাংবাদিক একাদশ এই খেলায় বিজয়ী হয়ে রেকর্ড করেছিল। এবার অবশ্য সাংবাদিক একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল পুলিশ সুপার একাদশ। পুলিশ সুপার কোটেশ্বর রাও এই প্রীতি ম্যাচে অংশ গ্রহণের জন্য প্রতিটি সানহবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি, তিনি বলেন পুলিশ ও সাংবাদিকদের সাথে আজকের এই প্রীতি ম্যচ পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story