বিনোদন

দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল বাঁকুড়া কলাকুশলীদের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৃতীয় রিপু।

দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল বাঁকুড়া কলাকুশলীদের তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৃতীয় রিপু।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল বাঁকুড়া কলাকুশলীদের নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৃতীয় রিপু।আমাদের ষড়রিপুর অন্যতম হল এই তৃতীয় রিপু লোভ।আর এই লোভ কে কেন্দ্র করেই স্বল্প দৈর্ঘ্যের এই ছবি তৈরি করেছে জেলার উদীয়মান একঝাঁক কলাকুশলী।বাঁকুড়ার বেলিয়াতোড় এই ছবির স্যুটিং হয়েছে।তৃতীয় রিপুর পরিচালনা করেছেন বেলিয়াতোড়ের স্বর্ণেন্দু সরকার। এমওএস এন্টারটেইনমেন্ট নির্মিত এবং গ্রীণ বয়েজ ফিল্ম প্রযোজিত এই ছবিটি দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল -এ একাধিক দেশি ও বিদেশি স্বল্প দৈর্ঘ্যর চলচিত্রের সাথে কলকাতার মুক্তাঙ্গন অডিটোরিয়ামে প্রদর্শিত হয়।

এর আগে ছবিটি বর্ধমান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসিত হয়েছে বলে জানান,ছবির পরিচালক স্বর্ণেন্দু সরকার।এবং তিনি বলেন, এদিনও কলকাতাতে ছবিটি দর্শকদের প্রশংসা কুড়োয়।এই ছবির অন্যতম অভিনেতা দীপ্তিমান কর বেস্ট মেল এক্টর ক্যাটাগরিতে নোমিনেশন পেয়েছেন।সিংহভাগবাঁকুড়ার কলাকুশলীদের নিয়ে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি আপনারা ইউটিউবেও দেখতে পাবেন।ছবিটির লিংক নিচে দেওয়া হল।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

*ইউটিউব লিংক: তৃতীয় রিপু ছবিটি দেখতে এই লেখার ওপর ক্লিক করুন।

Next Story