বর্ষবরনে স্বপন ঘোষের স্মৃতি তর্পণ চিদাম্বরম নৃত্যশালার, নৃত্য আঙ্গিকের সৃজনশীলতায় মন ভরল সবার।
BY Admin18 April 2021 11:32 PM IST
X
Admin18 April 2021 11:33 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৈশাখের আবাহনের মাঝেই জেলার সাংস্কৃতিক জগতের সবার প্রিয় মানুষ,বাঁকুড়া জেলা গ্রন্থাগারের প্রাক্তন গ্রন্থাগারিক সদ্য প্রয়াত স্বপন ঘোষেকে স্মরণ করল শহরের চিদাম্বরম নৃত্যশালা।সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক জগতের গুণীজনদের স্মৃতি চারণে উঠে এল স্বপন বাবুর সাংস্কৃতিক জীবনের নানা অজানা কথা। পাশাপাশি, নৃত্যের মাধ্যমেও প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানান হল শহরের রামপুরের রথ তলায় নজরুল উদ্যানের মঞ্চে। কাল বৈশাখীকে উপেক্ষা করেও শহরের সাংস্কৃতিক প্রেমী মানুষরা এই অনুষ্ঠান দেখতে ভীড় জমান। চিদাম্বরম নৃত্য শালার অধ্যক্ষা রুপালী দাশগুপ্তার কোরিওগ্রাফি সবার প্রশংসা কুড়িয়ে নেয় এদিন। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের কোলাজ।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story