বিনোদন

বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সম্মেলনে লাল মাটির বাঁকুড়ার কৃষ্টি,সংস্কৃতির বিশ্ব জুড়ে ব্যাপ্তির অঙ্গীকার।

বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সম্মেলনে লাল মাটির বাঁকুড়ার কৃষ্টি,সংস্কৃতির বিশ্ব জুড়ে ব্যাপ্তির অঙ্গীকার।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের হাত ধরে এবার সারা বিশ্ব জুড়ে বাঁকুড়ার কৃষ্টি ও সংস্কৃতির ঘোড়া ছোটানোর অঙ্গীকার করলেন জেলার এক ঝাঁক শিল্পী,ও সংস্কৃতি প্রাণ মানুষ। শহরের বঙ্গ বিদ্যালয়ের সভা কক্ষে সংস্থার প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনের মঞ্চ থেকে এই অঙ্গীকারবদ্ধ হলেন সংস্থার বাঁকুড়া শাখার সদস্য ও সদস্যা থেকে কর্মকর্তারা। বৃক্ষ রোপণ কর্মসূচির মধ্য দিয়ে শনিবার এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর,শুরু হয় সাংগঠনিক সম্মেলন।এবং সন্ধ্যে বেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই সম্মেলনে বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাতী দাস বন্দ্যোপাধ্যায়

এই সম্মেলনের উদ্বোধন করেন৷ এছাড়া,উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার সরকার প্রমুখ।এই সম্মেলনে ২৭ জনের একটি জেলা কমিটি গঠন করা হয়। এদিন,বাঁকুড়ার শিল্পীদের নাচ,গান,আঞ্চলিক ভাষার আবৃত্তি শ্রোতাদের মনজয় করে নেয়।এই সম্মেলনে অতিথিদের হাতে বাঁকুড়া জেলার ঐতিহ্য বাহী পাঁচমুড়ারা টেরাকোটা ঘোড়া, বাঁকুড়ার গামছা,ব্যাচ ও দুর্লভ স্বেত পলাশের চারা দিয়ে বরণ করা হয়।

এছাড়া সমস্ত সদস্য সদস্যাদের স্মারক সম্মান দিয়ে সম্মানিত করা হয় সংস্থার পক্ষ থেকে।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও।, 👇


Next Story