ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের বিরুদ্ধে গ্রামের রাস্তায় মেডিকেল বর্জ্য ছড়ানোর অভিযোগ,প্রতিবাদে গাড়ী আটকে বিক্ষোভ।
অস্ত্রোপচারে বাদ দেওয়া মানব অঙ্গ প্রত্যঙ্গের অংশ থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ,সূঁচ,ব্লাড স্যাম্পলের টিউব,রক্ত,মল-মুত্রের স্যাম্পল আকছার মেডিকেল বর্জ্য পরিবহনের লরি থেকে পড়ছে রাস্তায়।আর তা থেকে রোগ ছড়ানোর আতঙ্ক গ্রাস করেছে আস্ত একটা গ্রামকে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের বিরুদ্ধে গ্রামের রাস্তায় মেডিকেল বর্জ্য ছড়ানোর অভিযোগ তুলে ওই সংস্থার বর্জ্য পরিবহনের গাড়ী আটকে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বাঁকুড়ার শালতোড়া থানার পাবয়া গ্রামের ঘটনা।কিছুদিন আগে,এখানে আতসবাজী নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে মডেল স্কুল।স্কুলের পড়ুয়ারা সেই সময় বিস্ফোরণের ফলে আতঙ্কিত হয়ে পড়ে। এই বিস্ফোরণ কান্ডের রেশ কটতে না কাটতে এবার আরো গুরুতর অভিযোগ উঠল সংস্থার বিরুদ্ধে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে অন্যান্য বর্জ্যের পাশাপাশি মেডিক্যাল বর্জ্য নিয়ে আসা হয় এই প্ল্যান্টে। রঞ্জিতপুর মোড় থেকে পাবয়া আসার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাধরে চলে মেডিকেল বর্জ্য পরিবহন।এবং সেই বর্জ্য চলন্ত গাড়ি থেকে ছড়িয়ে পড়ে গ্রামের রাস্তায়। স্বাভাবিক ভাবেই রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁটা হয়ে থাকে গোটা গ্রাম। লরি থেকে প্রায়শই মেডিক্যাল বর্জ্য ছড়িয়ে পড়ে গ্রামের রাস্তায়! ইঞ্জেকশানের সুঁচ, রক্ত ও ওষুধ মাখা ব্যান্ডেজ, বিভিন্ন ওষুধের শিশি, বোতল ও স্ট্রিপ এমনকি অস্ত্রোপচারে বাদ দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের অংশও পড়ে থাকে রাস্তায়!তা থেকে ছড়াচ্ছে দূূূষণও।
পাশাপাশি, শিশুরা অসবধানতায় খেলাচ্ছলে রাস্তায় পড়ে থাকা সেই সব বর্জ্য অনেক সময় হতে তুলে নেয়, তার ফলে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে তাদের শরীরেও এমন আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাছাড়া মেডিকেল বর্জ্যের দুর্গন্ধে জেরবার অবস্থা স্থানীয়দের। এমনকি বর্জ্য পরিবহনের গাড়ী থেকেও রিতীমত দুর্গন্ধ ছড়াচ্ছে।তা স্বীকার করে নিয়েছেন বর্জ্য পরিবহনের গাড়ীর এক চালকও।গ্রামবাসীদের অভিযোগ এসবের প্রতিবাদ জানাতে গেলেই কারখানা কর্তৃপক্ষের তরফে মিলছে হুমকি। কারখানা কর্তৃপক্ষের এই আচরণের প্রতিবাদে এবং বর্জ্য পরিবহন বন্ধের দাবিতে সরব। হয়েছেন তারা।
আজ গ্রামের প্রান্তে সংস্থার মেডিক্যাল বর্জ্য বোঝাই একাধিক লরি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।এদিকে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালতোড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়৷ যদিও এই বিষয়ে কার্যত মুখে কুলুপ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের কর্তাদের।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇