মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

নিধিরামপুরে বিজেপি পঞ্চায়েত প্রার্থীর মৃত্যুর পর গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী,বিজেপির ২ বিধায়ক,পুলিশের সাথে তুমল বাকবিতন্ডা,বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবী,পুলিশের এক আধিকারিক ছাতনার বিধায়কের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলার পাশাপাশি,কার্যত গায়ে হাত তোলেন।যা পুলিশের প্রোটোকলে নেই।বাংলার পুলিশ একজন বিধায়কের প্রাপ্য সাংবিধানিক সম্মানটুকুও দিতে পারেন৷

নিধিরামপুরে বিজেপি পঞ্চায়েত প্রার্থীর মৃত্যুর পর গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী,বিজেপির ২ বিধায়ক,পুলিশের সাথে তুমল বাকবিতন্ডা,বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে বিজেপির স্থানীয় নেতা এবং গত পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থী শুভদীপ মিশ্র ওরফে দীপুর। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি গাছের ডাল থেকে দীপুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। দীপুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে গ্রামে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি,এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবীতে ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধও হয় বুধবার।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেন।

আজ, এই একই দাবী তুলে গ্রামে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার,বিজেপির শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী এবং ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তারা এদিন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তুমুল বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়, পুলিশ আধিকারিকদের তুই,তাকারি করেন।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবী,পুলিশের এক আধিকারিক বিধায়কের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলার পাশাপাশি কার্যত গায়ে হাত তোলেন।যা পুলিশের প্রোটোকলে নেই।বাংলার পুলিশ একজন বিধায়কের প্রাপ্য সাংবিধানিক সম্মানটুকু দিতে পারেন৷ এবং এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তেরও দাবী তোলেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সুরেই এই ঘটনায় শাসক দল ও পুলিশের বিরুদ্ধে গলা চড়িয়েছেন বিজেপির দুই বিধায়ক চন্দনা বাউরী ও সত্যনারায়ণ মুখোপাধ্যায়।এদিকে,স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবী,বিজেপি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে খুনের ঘটনার মিথ্যে তকমা সাঁটিয়ে রাজনৈতিক রঙ লাগাতে উঠেপড়ে লেগেছে। স্থানীয় তৃণমূল নেতা নমাই মাজির দাবী এটি একটি আত্মহত্যার ঘটনা। এবং এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরেই এই অস্বাভাবিক মৃত্যু তা পুলিশের তদন্তেও প্রমাণিত হবেএই অস্বাভাবিক মৃত্যুর ঘটনকে কেন্দ্র করে এখন বাংলার রাজনৈতিক মহল থেকে দিল্লি পর্যন্ত আলোড়োন পড়ে গেছে।

বিজেপি নেতার মৃত্যুর প্রকৃত তদন্তের জন্য সিবিআইয়েদ হাতে এই মামলা তুলে দেওয়ার দাবি তে সরব হয়েছে জেলা বিজেপি।এখন দেখার শেষ পর্যন্ত কি হয়? সেদিকেই নজর রইল সবার।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও 👇


Next Story