মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না,কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না,কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গঙ্গাজলঘাটি এলাকায়। বেশ কিছুদিন ধরেই নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ উঠছিল গঙ্গাজলঘাটি ব্লকের ১৭৮ নাম্বার ভুঁইফোড় উপর পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বারে,বারে বলার।পরও হাল ফেরেনি রান্নার।ফলে ধৈর্যের বাঁধ ভাঙ্গে আজ। গ্রামের বাসিন্দারা এই কেন্দ্রে চড়াও হয়ে সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের তাল বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ৷পুলিশের সাথেও বাক বিতন্ডা চলতে থাকে বিক্ষোভরত গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ, এখানে রান্নার মান ও সামগ্রী এত খারাপ যে গ্রামের গর্ভবতী মহিলা ও শিশুরা তা মুখে তুলতেই পারছে না।এই নিম্নমানের খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার মতো ঘটনাও ঘটেছে!তবুও কোন টনক নড়েনি এই কেন্দ্রের কর্মীদের।তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। এদিকে,খাবারের সামগ্রী যে নিম্নমানের তা স্বীকারও করে নেন এক অঙ্গনওয়াড়ি কর্মী।এদিন,কিছুক্ষণ বিক্ষোভের পর খাবারের হাল ফেরানোর আশ্বাস পেয়ে পুলিশের কথায় তালা খুলে দেওয়ার পাশাপাশি,বিক্ষোভ তুলে নেন গ্রামের বাসিন্দারা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story