মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

দামোদরে তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার মৃতদেহ উদ্ধার,বড়জোড়া থানা ময়নাতদন্তের জন্য পাঠাল বাঁকুড়া মেডিকেলে।

দামোদরে তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার মৃতদেহ উদ্ধার,বড়জোড়া থানা ময়নাতদন্তের জন্য পাঠাল বাঁকুড়া মেডিকেলে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অবশেষে,দীর্ঘক্ষণ ধরে দামোদরব তল্লাশি চালানোর পর তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল এদিন।মঙ্গলবার স্কুল পালিয়ে দামোদরের ব্যারেজে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন পড়ুয়া সৌমজিৎ সাহা, শুভজিৎ নস্কর এবং ভিকি শীল। দশম শ্রেণির ৮ জন পড়ুয়া মিলে দামোদরের বড়জোড়া থানার অধীনে থাকা ঘাটে স্নান করতে নেমেছিল।একজন তলিয়ে যাচ্ছে টের পেয়ে বাকিরা তাকে উদ্ধার করতে যায় এবং সেই সময় আরও দুজন তলিয়ে যায়। তিন জন তলিয়ে গেলেও বাকি ৫ জন বরাত জোরে বেঁচে যায়। এরপর মঙ্গলবার

উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজ দের কোন খোঁজ পায়নি। অবশেষে,বুধবার সকাল ৮টা নাগাদ এক জনের সৌম্যজিতের দেহ মেলে। তার পর সকাল ১১টা এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ আরও দু’জনের দেহ উদ্ধার হয়। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ গুলি উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। স্কুল পালিয়ে দামোদরে স্নান করতে নামা ৮ জনই দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকার বাসিন্দা।এবং সকলেই দশম শ্রেণির ছাত্র। এদিকে উলটো রথের দিন উৎসবের আবহে এভাবে তরতাজা তিনটে প্রাণ চলে যাাায়ায় শোকে কাতর দুর্গাপুর।

Next Story