মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বেলিয়াতোড়ের নুতন গ্রামে ভয়াবহ আগুন,খড়ার পালুই থেকে ছড়ায় আগুন।

বেলিয়াতোড়ের নুতন গ্রামে ভয়াবহ আগুন,খড়ার পালুই থেকে ছড়ায় আগুন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অনিকেত বাউরী,বেলিয়াতোড়) :

খড়েড় পালুই আচমকা জ্বলে ওঠে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় খড়ের রাশি,রাশি আঁটি। বাতাসে ছড়াতেও থাকে আগুনের লেলিহান শিখা। তবে গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শণিবার দুপুরে জেলার বেলিয়াতোড় থানা এলাকার নুতন গ্রামে ঘটে এই অগ্নি কান্ড। দমকলে খবর দেওয়া হলে দমকল আসতে প্রচন্ড দেরি করে। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন গ্রামবাসীরা। তাই মাঝ পথেই দমকলকে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অনুমান শট সার্কিটের ফলেই ঘটে এই আগুন লাগার ঘটনা

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story