কয়লা চুরি ঠেকাতে বিশেষ অভিযান, বড়জোড়ায় ধৃত ২৬, বাজেয়াপ্ত ৫২ টন কয়লা ও বেশ কিছু বাইক,মোটর বাইক।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কয়লা চুরির অভিযোগে একসাথে ২৬ জনকে গ্রেপ্তার করল বড়জোড়া থানার পুলিশ। পাশাপাশি প্রায় ৫২ মেট্রিকটন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ধৃতদের কাছ থেকে কয়েকটি মোটর বাইক ও সাইকেল আটক করা হয়েছে। কয়লা চুরির ঘটনা এই এলাকায় কার্যত পেশা হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে চলছিল কয়লা চুরির রমরমা। বড়জোড়া থানার পুলিশ বড়জোড়ার বাগুলি নর্থ খোলামুখ খনিতে বিশেষ অভিযান চালিয়ে হাতে,নাতে এদের পাকড়াও করে
বুধবার বাঁকুড়া জেলা আদালতে তোলে। বিচারক শর্তসাপেক্ষে ধৃতদের মধ্যে জামিন প আট জনের জামিন মঞ্জুর করলেও বাকী ১৮ জনকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে বাঁকুড়া জেলা আদালত সুত্রে জানা গেছে।ধৃতরা মেজিয়া,গঙ্গাজলঘাটি ও বড়জোড়া থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এদিকে,জেলা পুলিশ সুত্রে জানা গেছে জেলায় খনি থেকে কয়লা চুরি ঠেকাতে তৎপরতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তাই এই এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হবে পুরোদমে।
👁️দেখুন 🎦ভিডিও।, 👇