বেলিয়াতোড়ে ছান্দারের কাছে স্করপিও - ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : দ্রুত গতিতে আসা স্করপিও এর সাথে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হলেন আট জন। এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। রবিবার জেলার বেলিয়াতোড় থানার ছান্দার ও তালান্দা গ্রামের মাঝে ঘটে এই পথ দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বাঁকুড়া - সোনামুখী রোডে ছান্দারের কাছে সোনামুখীর দিক থেকে আসা দ্রুত গতির স্করপিও গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা মারে। ট্রাক্টরের চালক ও খালাসি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত লাগে তাদের। তবে ট্রলির ওপর থাকায় শ্রমিদের সামান্য চোট লাগে।পাশাপাশি, স্করপিও সওয়ারীরাও আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটার সাথে,সাথে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং খবর দেওয়া হয় বেলিয়াতোড় থানায়। পুলিশ এসে আহতদের বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে থেকে ট্রাক্টরের চালক ও খালাসিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বাকিদের স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা শুরু হয়। এদিকে,এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ অল্পক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান৷ ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুটি গাড়ীকে ঘটনাস্থল থেকে সরিয়ে এবং অবরোধ হটিয়ে দিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।এবং দুটি গাড়ী আটক করা হয়েছে।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇