এসবিএসটিসি বাস ও পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষ,আহত ২০, আশঙ্কাজনক ২ জন।
সরকারি বাসটি বেপরোয় ভাবে দ্রুতগতিতে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। যাত্রীতে ঠাস ছিল বাসটি।আসন সংখ্যার চেয়ে অনেক বেশী মানুষ চড়ে ছিলেন এই বাসে।ফলে বেশ কিছু যাত্রী বাসে দাঁড়িয়েই সফর করছিলেন। আচমকা সংঘর্ষ ঘটতেই তারাও ছিটকে পড়ে যান।এবং আহত হন। আহত হন পিকআপ ভ্যানের সওয়ারীরাও।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দ্রুতগতিতে থাকা যাত্রী বোঝাই একটি সরকারি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্ততঃ পক্ষে ২০ জন আহত হয়েছেন। তদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। এবং এদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও খালাসির চোট মারাত্মক বলে জানা গেছে।রবিবার বাঁকুড়া - দুর্গপুর রাজ্য সড়কের চান্দুড়িয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রী বোঝাই বাসটি দুর্গপুর অভিমুখে দ্রুতগতিতে যাচ্ছিল।উলটো দিক থেকে আসা কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্ক দেয় বাসটি।বাস ও পিকআপ ভ্যানের চালক,খালাসি ও যাত্রী মিলিয়ে প্রায় ২০ জন আহত হন।
তাদের সাথে,সাথে উদ্ধার করে বেলিয়তোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে,সেখান থেকে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।স্থানীয় বাসিন্দারা যারা পথ দুর্ঘটনাটি দেখেছেন,তারা অভিযোগ তুলেছেন, যে সরকারি বাসটি বেপরোয় ভাবে দ্রুতগতিতে পিকভ্যানটিকে দেয়। ভ্যানটির দোষ ছিল না। এদিন, যাত্রীতে ঠাস ছিল বাসটি।আসন সংখ্যার চেয়ে অনেক বেশী মানুষ চড়ে ছিলেন এই বাসে।ফলে বেশ কিছু যাত্রী বাসে দাঁড়িয়েই সফর করছিলেন। আচমকা সংঘর্ষ ঘটতেই তারাও ছিটকে পড়ে যান।এবং আহত হন। আহতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
এদিকে,দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এই সড়কে যানবাহন চলাচল ব্যহত হয়। বেলিয়াতোড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ী দুটি সড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇