Home > মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল > দাম্পত্য কলহের জেরে দায়ের কোপ, জখম স্ত্রী মারা গেছে ভেবে আত্মঘাতী স্বামী! বড়জোড়ার মানাচরের ঘটনা।
দাম্পত্য কলহের জেরে দায়ের কোপ, জখম স্ত্রী মারা গেছে ভেবে আত্মঘাতী স্বামী! বড়জোড়ার মানাচরের ঘটনা।
প্রায় স্বামী ও স্ত্রী'র মধ্যে লেগে থাকত ঝগড়াঝাটি। তারই জের এতটা মর্মান্তিক হয়ে দাঁড়াবে তা বুঝে উঠতেই পারেন নি কেও! দাম্পত্য কলহের মধ্যেই দা দিয়ে স্ত্রীকে কোপ মারে স্বামী সূর্য সরকার। দায়ের কোপে স্ত্রী অপর্ণা গুরুতর জখন হন।তাকে উদ্ধার করে হাসঅয়াতালে ভর্তি করা হয়। কিন্তু স্বামী ভাবেন তার দায়ের কোপে মৃত্যু হয়েছে স্ত্রীর।অনুশোচনায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় বড়জোড়ার মানাচর এলাকায়।
BY Admin9 Sept 2020 7:35 AM IST
X
Admin9 Sept 2020 7:35 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে আঘাতের পর স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল জেলার বড়জোড়া থানার মানাচরের রামকৃষ্ণ পল্লী এলাকায়।পুলিশ ও স্থানীয়দের দাবী স্বামী সূর্য সরকার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। আসলে দাম্পত্য কলহের জেরে সূর্য বাবু তার স্ত্রী আপর্ণা দেবীকে রাগের মাথায় দা দিয়ে আঘাত করেন। এবং সাথে,সাথে আপর্ণা দেবী মেঝেতে লুটিয়ে পড়েন। তা দেখে সূর্য বাবু মনে করেন তার স্ত্রী মারা পড়েছেন। তখন আনুশোচনায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।যদিও স্ত্রী আপর্ণাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এবং মৃত সূর্য সরকারের (৩৬) মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এবং স্ত্রী অপর্না সরকারের (৩০) অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story