জিঘাটিতে ট্রলারের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ,প্রাণ গেল স্ত্রী ও ২ বছরের শিশু পুত্রের,গুরুতর আহত স্বামী।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ট্রলারের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্ত্রী ও দুই বছরের পুত্রের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী সঞ্জয় মহন্ত। আজ রাতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার দুর্লপুর - বড়জোড়া রোডের শ্রীচন্দনপুর পেট্রোল পাম্পের কাছে ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশও। মোটর বাইকে সওয়ারী স্ত্রী অর্চনা মহন্ত ও তার দুই বছরের পুত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন স্বামী সঞ্জয় মহন্ত। প্রথমে আহত সঞ্জয় বাবুকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এবং আগামী কাল ময়নাতদন্তে বাঁকুড়া মেডিকেলের মর্গে পাঠানো হবে বলে পুলিশ সুত্রে খবর। মোটর বাইকের সওয়ারী এই পরিবারটি গঙ্গাজলঘাটি ব্লকের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘাতক ট্রলার ও ট্রলারের চালক এবং খালাসিকে আটক করেছে।
👁️দেখুন🎦ভিডিও। 👇