জাতীয় সড়কে গজরাজের দাদাগিরি!
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভর দুপুরে জাতীয় সড়কে দাপিয়ে বেড়াল গজ রাজ! বন থেকে খাবার খোঁজে বেরিয়ে এই অতিকায় দাঁতাল দামাল হাতিটি বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক বরাবর হাঁটতে থাকে। মেজিয়া থানা এলাকার নন্দনপুরে চলে এই গজরাজের দাদাগিরি!
আর তা দেখতে জাতীয় সড়ক উৎসুক মানুষের ভীড়ে ভরে যায়। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় জাতীয় সড়কের যান চলাচলও। জাতীয় সড়ক ছাড়িয়ে হাতিটি সড়কের ধারে নেমে পড়ে হানা দেয় গৃহস্থের বাড়ির খামারে। সেখানে খড়ের পালুই, ধানের মরাই থেকে শুঁড়ে করে ধান সাবাড় করতে থাকে। লোকালয়ে ঢুকে পড়া এই বিশাল হাতিটি শেষে এলাকার মানুষজনের তাড়া খেয়ে জাতীয় সড়ক ধরে ছুটতেও থাকে।
যদিও গজ রাজের এই দাদাগিরিতে সেরকম বড়ো কোন ক্ষয়,ক্ষতির ঘটনা না ঘটায় হাফ ছেড়ে বেঁচেছেন এলাকার মানুষ। পাশাপাশি হাতির লোকালয়ে হানা ঠেকাতে বন দপ্তরের উদাসীনতা এবং হাতি তাড়ানোর কাজে বন দপ্তরের গর হাজিরার জন্য ক্ষোভও প্রকাশ করেন তারা।
দেখুন 🎦 ভিডিও। 👇