কাকভোরে প্রাতকৃত্য করতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার,বেলিয়াতোড়ের বারবেন্দ্যার ঘটনা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাকভোরে প্রতকৃত্য সারতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। আজ ভোর সাড়ে ৫ টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বেলিয়াতোড় রেঞ্জের বারবেন্দ্যার হরিরামপুর গ্রামের ডিপাড়ায়। মৃত মহিলার নাম ঊর্মিলা ঘোষ(৩৭)। মৃত ঊর্মিলা দেবীর মা কল্যাণী ঘোষ জানান,অন্যান্য দিনের মতো এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ বাড়ীর সামনে ইউক্যালিপটাস বাগানে৷ মেয়ে প্রাতকৃত্য সারতে গিয়েছিল। আচমকা একটি হাতি আক্রমণ করে তাকে। এবং পিষে মেরে ফেলে। খবর পেয়ে গ্রামে পৌঁছয় বেলিয়াতোড় রেঞ্জের বন কর্মী ও আধিকারিক। বন দপ্তর থেকে নিয়ম মতো ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াতোড় থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠাচ্ছেন। এদিকে কাকভোরে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি গ্রামবাসীরা বন দপ্তরের ওপর ক্ষোভ প্রকাশও করেন। তাদের দাবী, অবিলম্বে গ্রামের লোকালয়ে হাতির হানা ঠেকাতে ব্যবস্থা নিক বন দপ্তর।
👁️দেখুন 🎦ভিডিও। 👇