মল্লভুম বিষ্ণুপুর

কোতুলপুরে অবৈধ মদ তৈরির ডেরায় যৌথ অভিযান পুলিশ ও আবগারী দপ্তরের,নষ্ট করা হল প্রচুর পরিমান মদ।

অবৈধ মদে তৈরির ডেরায় হানা দিল পুলিশ ও আবগারী দপ্তর। জেলার কোতুলপুরের পানুয়া গ্রামে এই যৌথ অভিযানে প্রচুর পরিমান মদ,মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। এছাড়া বাজেয়াপ্ত করে হয় মদ তৈরির সরঞ্জামও।

কোতুলপুরে অবৈধ মদ তৈরির ডেরায় যৌথ অভিযান পুলিশ ও আবগারী দপ্তরের,নষ্ট করা হল প্রচুর পরিমান মদ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে রমরমিয়ে তৈরি হচ্ছিল বে আইনী মদ। খবর পেয়ে মদের ঠেকে পুলিশ ও আবগারি দপ্তর যৌথ অভিযান চালায় কোতুলপুর থানার লেগো গ্রাম পঞ্চায়েত এলাকার পানুয়া গ্রামে। এদিন সকালেই আচমকা চলে এই অভিযান। নষ্ট করে দেওয়া হয় প্রচুর মদ,মদ তৈরীর উপকরণ এবং বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির সরঞ্জামও। তবে, বেআইনি মদের কারবারীরা চম্পট দেওয়ায় তাদের ধরা যায়নি।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story