শহরে চালু হয়ে গেল বাঁকুড়া পেট শপ এর এক্সটেনশন কাউন্টার,অফার প্রাইসে এখানে পাবেন পোষ্য ও পোষ্য পরিচর্যার সব আইটেম।
ইনশপ কেনাকাটার পাশাপাশি শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে বাঁকুড়া পেট শপে। তাই একটা কল করুন,আর বাড়িতে বসেই আপনার প্রিয় পোষ্যের জন্য পরিষেবা নিন।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শহরের নতুনচটির সিটি বাজার মেট্রোর কাছে ঠিক তন্দুর চায়ের পাশে চালু হয়ে গেল বাঁকুড়া পেট শপ এর এক্সটেনশন কাউন্টার। আর এই গ্র্যান্ড ওপেনিং অফারে মেগা ছাড় ও ফ্রি গিফটের সাথে পেয়ে যাবেন দেশী ও বিদেশী পেট ফুড,পেট কেয়ার ও গ্রুমিং আইটেম, পেট টয়,পেট ভিটামিন সাপ্লিমেন্ট,পেট এক্সেসারিজ অর্থাৎ পেট বেল্ট,কলার, পেট ড্রেশ, বেড সহ নানান আইটেম। এছাড়া থাকছে আপনার মনমতো উন্নত প্রজাতির জীবন্ত পাখি,কুকুর,বিড়াল,মাছ কেনার সুযোগও। বাঁকুড়া পেট শপের গ্র্যান্ড ওপেনিং অফার চলছে। সব আইটেমেই অফার উপলব্দ্ধ। অফারে ২০% পর্যন্ত ছাড় মিলবে। আইটেম অনুযায়ী ছাড়ের হার সামান্য হেরফের হতে পারে। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, কুকুর, বিড়াল, খরগোস,পায়রা ও এখানে বাজার থেকে কম দামে পেয়ে যাবেন।
বাঁকুড়া পেট শপের নতুনচটিতে শ্রীলেদার্স এর কাছে মাদার্স ব্রাঞ্চ তো আছেই,তাছাড়া বাঁকুড়ার পোষ্যপ্রেমীদের জন্য এই এক্সটেনশন ব্রাঞ্চও খুলে গেছে। এই নতুন ব্রাঞ্চের ঠিকানা নতুনচটি মেইন রোডের সিটি বাজার মেট্রো মলের কাছে, ঠিক তন্দুর চায়ের পাশে। আপনি লোকেশান জানতে বা অন্য যে কোন তথ্যের জন্য বাঁকুড়া পেট শপের কাস্টমার হেল্পলাইন : 7029741115 / 8327013172 যে কোন একটি নাম্বারে কল করে নিতে পারবেন। ইনশপ কেনাকাটার পাশাপাশি শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে বাঁকুড়া পেট শপে। তাই একটা কল করুন,আর বাড়িতে বসেই আপনার প্রিয় পোষ্যের জন্য পরিষেবা নিন।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇