খেলা

জয়পুর পর্যটন উৎসবের প্রচারে ম্যারাথন দৌড়। ১৫ ডিসেম্বর হবে উৎসবের সূচনা,চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত।

জয়পুর পর্যটন উৎসবের প্রচারে ম্যারাথন দৌড়। ১৫ ডিসেম্বর হবে উৎসবের সূচনা,চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পর্যটনের জন্য দৌড়!জয়পুর পর্যটন উৎসবের প্রচারে পুরুষ,মহিলা মিলে ৪৫৬ জন সামিল হলেন ম্যারাথনে।

"জয়পুরের জয় হোক"-এই স্লোগানের মধ্যদিয়ে এবারের পর্যটন উৎসবের সাফল্য কামনায় ম্যারাথনে দৌড়লেন এই ক্রীড়া ও পর্যটন প্রেমীরা। এছাড়া, আজ দুপুর থেকে শুরু হল জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতারও।

এই জেলার জঙ্গলে ঘেরা অপরূপ পর্যটন কেন্দ্র জয়পুর। বাংলার পর্যটন মানচিত্রে জয়পুরের প্রতি পর্যটকদের আকর্ষণ টানতে ফি বছর আয়োজন করা হয় জয়পুর পর্যটন উৎসবের। এবছর এই উৎসব তৃতীয় বর্ষে পড়ল।

আগামী ১৫ ডিসেম্বর এই উৎসবের সূচনা হবে, চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত।

এই কটাদিন পর্যটকদের মন জয় করতে হরেক পসরা নিয়ে তৈরী থাকছে জয়পুর পর্যটন উৎসব প্রাঙ্গন। এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের রাষ্ট্র মন্ত্রী তথা উৎসব কমিটির সভাপতি শ্যামল সাঁতরা।

তাই, এই উৎসব উপভোগ করতে আপনিও চলে আসুন জয়পুরে। জয়পুর আপনার মন জয় করবেই!

#দেখুন ভিডিও।[embed]

Next Story