ব্রেকিং নিউজ

চোলাই কারাখানায় ম্যারাথন অভিযান জেলা জুড়ে। এপর্যন্ত বাজেয়াপ্ত ১২০০ লিটার মদ, গ্রেপ্তার - পাঁচ। #দেখুন অভিযানের লাইভ ভিডিও।

চোলাই কারাখানায় ম্যারাথন অভিযান জেলা জুড়ে। এপর্যন্ত বাজেয়াপ্ত ১২০০ লিটার মদ, গ্রেপ্তার - পাঁচ।  #দেখুন অভিযানের লাইভ ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চোলাই নিধনের ম্যারাথন অভিযানে নেমে গত সাত দিনে জেলায় বাজেয়াপ্ত করা হল ১২০০ লিটার বেআইনী মদ এবং ৯০০০লিটার মদ তৈরীর উপকরন। ৫৯টি অ্যালমুনিয়ামের হাঁড়ি এবং অবৈধভাবে মদ তৈরীতে যুক্ত থাকার অভিযোগে এপর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর শহর থেকে জঙ্গল মহলের বারিকুল পর্যন্ত চলছে এই বে আইনি মদের বিরুদ্ধে আবগারী দপ্তরের অভিযান। স্থানীয় থানার সহযোগিতায় পুলিশ বাহিনী সাথে নিয়ে আবগারী দপ্তর এই হানাদারি চালাচ্ছে।

আজ, জেলার বাঁকুড়া সদর ছাতনা,খাতড়া,বারিকুল,ইন্দাস,পাত্রসায়ের ও শালতোড়া থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৬৫ লিটার বেআইনী মদ এবং ২৫০০লিটার মদ তৈরীর উপকরন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান জেলার আবগারী সুপার পিনাকী দাস।

তিনি বলেন, এই বেআইনী মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

প্রসঙ্গত জেলায় চোলাই মদ তৈরী কার্যত কুটির শিল্পের আকার ধারন করলেও এতদিন কোনো হেলদোল ছিল না জেলা প্রশাসনের। সম্প্রতি বিষ মদ কান্ডে মৃত্যুর জেরে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা প্রশাসনেরও টনক নড়ে।

এতদিন অভিযানে ঢিলেমি থাকলেও এখন পরিস্থিতির চাপে পড়ে লাগাতার হানাদারিতে নেমেছে।

তবে গ্যালন,গ্যালন চোলাই মদের কারবার চলে সারা জেলা জুড়ে।এই চোলাই শিল্পের সিন্ডিকেট মাস্টাররা রাজনৈতিক দাদা থেকে পুলিশ ও আবগারির এক শ্রেণীর আধিকারিক ও কর্মীদের সাথে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে গ্রামে,গ্রামে রমরমা কারবার চালাচ্ছিল নির্বিঘ্নে।

রাজ্যে বিষ মদ কান্ডে মৃত্যুর জেরে মুখ্যমন্ত্রী বেআইনী মদের বিরুদ্ধে অভিযানে নামার নির্দেশ দিতেই কোমর বেঁধে নেমে পড়েছে আবগারী দপ্তর।

এখন দেখার, এই অভিযানে শেষ পর্যন্ত জেলায় চোলাই মদের কারখানার গঙ্গা প্রাপ্তি হয় কিনা? না নিয়ম রক্ষার হানাদারির ফরমান জারির মেয়াদ ফুরোলে ফের রমরমিয়ে চলে চোলাইয়ের উৎপাদন!

এটা সময়ই বলবে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story