মল্লভুম বিষ্ণুপুর

পরিষদীয় দল নেতা হিসেবে মঙ্গলবারই তন্ময়ের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চিঠি দিচ্ছেন শুভেন্দু অধিকারী।

পরিষদীয় দল নেতা হিসেবে মঙ্গলবারই তন্ময়ের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চিঠি দিচ্ছেন শুভেন্দু অধিকারী।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দলবদলু বিধায়ক তন্ময় ঘোষের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে দল বদলের ২৪ ঘন্টার মধ্যেই তাকে চিঠি ধরাবে বিজেপি। আজ বিষ্ণুপুরে দলীয় কর্মসুচীতে যোগ দিতে এসে বিজেপির বিধানসভার পরিষদীয় দলের নেতা হিসেবে এই চিঠি দেওয়ার কথা সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন তন্ময় বাবু এই দলত্যাগ যদি বিধায়ক পদে ইস্তাফা দেওয়ার পর করতেন, তাহলে আর এভাবে সাংবাদিক বৈঠক করার কোন প্রয়োজন হত না


তিনি আরও জানান,তন্ময় এত তাড়াহুড়ো করে দল ছাড়াত না। কারণ, মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইন ও পিএসসির চেয়ারম্যান সংক্রান্ত অভিযোগ অধ্যক্ষের কাছে করা হয়েছে পাশাপাশি, জনস্বার্থে মামলাও রয়েছে। তাই এই বিচারের গতি প্রকৃতির ওপর নজর রেখে চলছিলেন তিনি।

কিন্তু যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তাই সেই মামলার আঁচ থেকে নিজেকে বাঁচাতেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তন্ময় বলেও দাবী করেন শুভেন্দু অধিকারী।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story