মল্লভুম বিষ্ণুপুর

বিষ্ণুপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭, অভিযোগ,সড়ক সংস্কারের কাজে খোঁড়া খাদের জন্যই এই বিপত্তি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, বাঁকাদহ থেকে জয়রামবাটি রাজ্য সড়কের সংস্কারের কাজ চলায় নির্মাণের বরাত পাওয়া ঠীকা সংস্থা রাস্তার একদিকে প্রায় হাঁটু সমান খাদ খুঁড়ে রেখেছে। আর এর ফলে যাতায়াতের রাস্তাও অতি সংকীর্ণ হয়ে পড়েছে।এই সংকীর্ণ পথে বাসটি পারাপারের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদের মধ্যে পড়ে।

বিষ্ণুপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭, অভিযোগ,সড়ক সংস্কারের কাজে খোঁড়া খাদের জন্যই এই বিপত্তি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( সুমন মন্ডল,বিষ্ণুপুর) : বিষ্ণুপুরের আমডহরার কাছে যাত্রীবাহী বাস উলটে গিয়ে আহত হলেন অন্তত সাত জন। ফুলকুসমা- তারকেশ্বর রুটের আপনজন নামে এই বেসরকারি বাসটি বাঁকাদহ হয়ে জয়রামবাটি অভিমুখে যাওয়ার সময় বিষ্ণুপুর থানার আমডহরার কাছে উলটে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের আর্তচিৎকার শুনে সাথে,সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছান। এবং বাসের জানালার কাঁচ ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করেন। আহত অন্তত সাত জন যাত্রীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।তবে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, এখানে বাঁকাদহ থেকে জয়রামবাটি রাজ্য সড়কের সংস্কারের কাজ চলছে। এবং এই কাজের জন্য নির্মাণের বরাত পাওয়া ঠীকা সংস্থা রাস্তার একদিকে প্রায় হাঁটু সমান খাদ খুঁড়ে রেখেছে। আর এর ফলে যাতায়াতের রাস্তাও অতি সংকীর্ণ হয়ে পড়েছে।এই সংকীর্ণ পথে বাসটি পারাপারের সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এবং ওই খাদের মধ্যে গিয়ে পড়ে। তবে, বাসের গতি কম থাকায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। বাসে জনা ২৫ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৭ জন আহত হন।আর বাকী জনা ১০ এর মামুলি চোট লাগে। এদিকে,বাস উলটে যাওয়ার খবর চাউর হতেই আসেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষ দুর্ঘটনাস্থলে ভীড় জমান।

খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশও হাজির হয়। এই দুর্ঘটনার জন্য রাস্তা সংস্কারকারী ঠিকা সংস্থা ও পূর্তদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ।বরাত জোরে বাসটি উল্টে যাওয়া স্বত্বেও প্রাণে বেঁচে যান যাত্রীরা। মাত্র জনা সাতেক যাত্রী আহত হয়েছেন। তবে,যেভাবে বাসটি উল্টে গেছে তাতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার নয়। এবং এই দুর্ঘটনার জন্য পুর্ত দপ্তর, তাদের দায় এড়াতে পারে না।এখন দেখার এরপর কতখানি টনক নড়ে পূর্ত দপ্তরের,এবং এই রাস্তায় যান চলাচলে নিরাপত্তা দিতে কি ব্যবস্থা নেন তারা?

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story