মল্লভুম বিষ্ণুপুর

সরকারি মেলায় দলীয় প্রতীক রাজনীতি! বিষ্ণুপুর মেলায় উড়ল তৃণমূলের লোগো,বিতর্ক তুঙ্গে।

আচমকা মঞ্চে ফোমের নানান লোগো প্রদর্শনের মাঝে ভেসে ওঠে তৃণমূল কংগ্রেসের লোগো -"ঘাসের ওপর জোড়া ফুল"।এবং তা বেশ খানিকক্ষণ ধরে প্রদর্শন করা হয়। এই ফ্লাইং লোগো প্রদর্শনের বরাত পাওয়া বেসরকারি সংস্থার কর্মী ঘটনা স্বীকারও করেন।

সরকারি মেলায় দলীয় প্রতীক রাজনীতি! বিষ্ণুপুর মেলায় উড়ল তৃণমূলের লোগো,বিতর্ক তুঙ্গে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জাতীয় মেলার তকমা পাওয়া বিষ্ণুপুর মেলায় এবার লাগলো রাজনীতির রঙ! ৩৬ তম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের লোগো প্রদর্শনের ঘটনায় মুখ পুড়ল জেলা প্রশাসনের। পাশাপাশি,জেলার রাজনৈতিক মহল জুড়েও এই ঘটনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে৷ বৃহস্পতিবার বিকেলে এই মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক,পুলিশ সুপার,জিলা পরিষদের সভাধিপতি সহ একাধিক সরকারি আধিকারিক গণ।আচমকা মঞ্চ থেকে ফোমের নানান লোগো প্রদর্শনের মাঝে ভেসে ওঠে তৃণমূল কংগ্রেসের লোগো ঘাসের ওপর জোড়া ফুল।

এবং তা বেশ খানিকক্ষণ ধরে প্রদর্শন করা হয়। এই ফ্লাইং লোগো প্রদর্শনের বরাত পাওয়া বেসরকারি সংস্থার কর্মী ঘটনা স্বীকারও করেন।তবে তার সাফাই পরীক্ষা মূলক লোগো প্রদর্শনের সময় আসাবধানতায় এই ঘটনা ঘটেছে।এদিকে,লোকসভা ভোটের আগে বিষ্ণুপুর মেলার প্রচুর লোক সমাগমের সুযোগকে কাজে লাগিয়ে দলী প্রতীক প্রচার তৃণমূল কংগ্রেসের মদতেই করেছে বরাত পাওয়া সংস্থাটি এমন অভিযোগ জেলার বিরোধী রাজনৈতিক দলের।বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস এই ঘটনায় তৃণমূলকে একহাত নেন।এদিকে,এই ঘটনায় সরকারি আধিকারিকরা সংবাদ মাধ্যমে কোন মন্তব্য করতে চাননি।

তবে,বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ,যিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন,তিনি সরকারি মেলায় দলীয় প্রতীক প্রদর্শন করাকে সমর্থন করেন না তার ইঙ্গিত দিলেও বিষয়টি তার গোচরে নেই এই অজুহাতে দায় এড়িয়ে যান এদিন।বিষ্ণুপুর মেলার সাথে সারা জেলার ঐতিহ্য জড়িয়ে আছে। সেই মেলায় এভাবে রাজনীতির রঙ লাগার ঘটনাকে মেনে নিতে পারচ্ছেন না মল্লভুমবাসীরাও।তাদের সাফ কথা,মেলার সাথে এভাবে রাজনীতিকে মেলানো উচিত হয়নি।ফলে সার বিষ্ণুপুর জুড়ে এখন বিতর্ক। তুঙ্গে।

👁️‍🗨দেখুন🎦ভিডিও। 👇


Next Story