মল্লভুম বিষ্ণুপুর

বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কুম্ভ যাওয়ার পথে কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২,আহত ৬

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অযোধ্যা গ্রামের দুটি পরিবারের ৭ জন মিলে মহাকুম্ভ স্নান করতে একটি এসইউভি গাড়ি চড়ে প্রয়াগরাজের পথে রওনা দেয়। ১৯ নাম্বার জাতীয় সড়কের কুলটি থানা এলাকার চৌরঙ্গী ক্রসিংয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কুম্ভ যাওয়ার পথে কুলটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২,আহত ৬
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কুম্ভ স্নানে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের এবং দুই পরিবারের চার মহিলা ও গাড়ির চলক সহ মোট ৬ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।আসানসোল জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বুধবার রাতে,আসানসোলের ১৯ নাম্বার জাতীয় সড়কের কুলটি থানা এলাকার চৌরঙ্গী ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অযোধ্যা গ্রামের দুটি পরিবারের ৭ জন মিলে মহাকুম্ভ স্নান করতে একটি এসইউভি গাড়ি চড়ে প্রয়াগরাজের পথে রওনা দেয়। ১৯ নাম্বার জাতীয় সড়কের কুলটি থানা এলাকার চৌরঙ্গী ক্রসিংয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে,গাড়িটি প্রায় ঘন্টায় ৭০-৮০ কিমি গতিবেগে চলছিল।

আচমকা একটা লরি পিছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়।তার ফলে,গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারে গিয়ে ধাক্কা মারে। এবং ধাক্কার তীব্রতা এত বেশী ছিল,যে জাইলো গাড়িটি একেবারে দুমড়ে,মোচড়ে যায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) এই দুইজন মারা যান। মৃত শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,স্ত্রী মনসা মুখোপাধ্যায়,পুত্রবধূ অনন্যা মুখোপাধ্যয়ের পাশাপাশি, আর এক মৃত শৈলেন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুম্পা দেবী এবং শৈলেন বাবুর এক নিকটাত্মীয়া শিউলি কর্মকার ও গাড়িচালক সোমনাথ চক্রবর্তী সহ ৬ জন আহত হয়েছেন। তাদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদের মধ্যে শিউলি দেবীর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সুত্রে জানা গেছে। তবে, বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

অন্যদিকে,দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী বলেন,তিনি এর আগেও তিনবার কুম্ভ গিয়েছিলেন।তাঁর দাবি, আচমকা লরি ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ঘন্টায় ৭০-৮০ কিমি গতিবেগে চলছিল।তাই আর নিয়ন্ত্রণ রাখা যায় নি। সোজা গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কণ্টেনারে গিয়ে ধাক্কা মারে। এবং দুই যাত্রী মারা যান। আর বাকিরা আহত হয়েছেন।কুলটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এবং বাকি আহতদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে,এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিষ্ণুপুরের অয্যোধ্যা গ্রাম জুড়েও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story