মন্ডল সভাপতি বদলের জের,বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতিকে জড়িয়ে আপত্তিকর পোস্টার, চাঞ্চল্য বিকনায়।
এই পোস্টার গুলো কে বা কারা সাঁটালেন তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে বিকনা জুড়ে। পাশাপাশি,পোস্টার কান্ডের খবর রাজ্য বিজেপি দপ্তরেও পৌঁছে গিয়েছে। বিজেপি রাজ্য স্তর থেকে এই ঘটনার সাংগঠনিক তদন্ত করা হবে বলে সূত্রের খবর।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মন্ডল সভাপতি বদলের জেরে বিকনা অঞ্চল জুড়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিলেশ্বর সিনহার নামে আপত্তিকর পোস্টারে ছয়লাপের ঘটনায় এদিন চাঞ্চল্যের সৃষ্টি হয়।সোমবার সকালে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল মানপাড়া,বিকনা,হেভীর মোড় এবং গন্ধেশ্বরী নদীর বড়ো ব্রীজ লাগোয়া এলাকা সহ ৬০ নাম্বার জাতীয় সড়কের ধারেও এমন পোস্টার নজরে পড়ে।মুলত বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত বাঁকুড়া ২ নম্বার মন্ডলের সভাপতি বদলের ক্ষোভ উগরে দেওয়া হয়েছে এই পোস্টার গুলিতে। তা পোস্টারের লেখা থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে।
কোন পোস্টারে লেখা: 'বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিলেশ্বর সিনহা কাকে নিয়ে দীঘা যান? দীঘা যাওয়া ও নতুন মন্ডল সভাপতির পদ দেওয়ার যোগাযোগ টা একটু বলুন।' আবার একটিতে লেখা: মন্ডলে কোন আলোচনা ছাড়ায় বাঁকুড়া ২ ও ওন্দা ৪ নাম্বার মন্ডলে কেন সভাপতি বদল হল? বিলেশ্বর সিনহা জবাব দিন।আবার কোন পোস্টারে লেখা : বিলেশ্বর হটাও, বিষ্ণুপুর বাঁচাও।এই ধরনের কম্পিউটারে টাইপ করা সাদা কাগজের ওপর কালো কালির পোস্টার দেখা যায় দুই নাম্বার ব্লকের বিভিন্ন এলাকায়। সম্প্রতি এখানকার ব্লক সভাপতি নিত্যনন্দ প্রতিহার কে সরিয়ে তুষার কান্তি সিংহকে মন্ডল সভাপতি নির্বাচিত করা হয়।
তার জেরেই এই পোস্টার কান্ড বলে মনে করা হচ্ছে। এদিকে,নতুন দায়িত্ব প্রাপ্ত মন্ডল সভাপতি তুষার বাবু জানান,এই পোস্টার পড়ার খবর তার কাছে এলেও, তিনি নিজে তা দেখেন নি।তাই যাচাই না করে এনিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চান নি তুষার বাবু।তবে, তিনি যে জেলা সভাপতি কে বিষয়টি জানিয়েছেন, তা স্বীকার করেন।অন্যদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিলেশ্বর সিনহা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই পোস্টার কান্ডের দায় তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়েছেন। তার অভিযোগ, এই ঘটনার সাথে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই অঞ্চলে গোহারা হেরে এখন এসব করছে তারা।
এদিকে,বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি বিধান সিংহ। তিনি বলেন, কে,কার সাথে দীঘা যাচ্ছে এনিয়ে বিজেপি মাথা ঘামাবে।আমরা এখন পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন নিয়ে ব্যস্ত।আর তৃণমূল এই ধরনের পোস্টার রাজনীতি করেনা।বিজেপির কারা? কেন?এই পোস্টার দিল জেলা সভাপতির বিরুদ্ধে,তা স্থানীয় বিজেপি নেতারা ভালোভাবেই জানেন।তৃণমূল কংগ্রেসের দিকে মিথ্যে অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতি নিজের পিঠ বাঁচাতে পারবেন না। মানুষের কাছে আসল সত্যিটা ধরা পড়ে যাবে। তিনি বিজেপির কালচার নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি এদিন।
এদিকে পোস্টার কে বা কারা সাঁটালেন তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে বিকনা জুড়ে। পাশাপাশি, এই পোস্টার কান্ডের খবর রাজ্য বিজেপি দপ্তরেও পৌঁছে গিয়েছে। বিজেপি রাজ্য স্তর থেকেও এই ঘটনার সাংগঠনিক তদন্ত করা হবে বলে সূত্রের খবর।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇