মল্লভুম বিষ্ণুপুর

বিষ্ণুপুর টাউন কো -পারেটিভ ব্যাঙ্কের নুতন পরিচালন কমিটি গঠনের পর কাজ শুরু জোর কদমে।

বিষ্ণুপুর টাউন কো -পারেটিভ ব্যাঙ্কের নুতন পরিচালন কমিটি গঠনের পর কাজ শুরু জোর কদমে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা আবহে গত ৯ ডিসেম্বর মেয়াদ শেষ হলেও আটকে গিয়েছিল বিষ্ণুপুর টাউন কো আপারেটিভ ব্যাঙ্কের নুতন পরিচালন বোর্ড গঠনের কাজ। নিউ নর্মালে ফের ব্যাঙ্কের কাজে স্বাভাবিক গতি আনতে বৃহস্পতিবার গঠিত হল নুতন ১১ সদস্যের বোর্ড। এই নুতন বোর্ডে চেয়ারম্যান সেখ মহম্মদ ইন্দ্রিস, ভাইস চেয়ারম্যান সুভাষ মুখোপাধ্যায়, এবং তিন সদস্যের সম্পাদক মন্ডলী হিসেবে দায়িত্ব নিলেন শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ফণিভূষণ গোস্বামী, এবং নিরঞ্জন ঘোষ,এছাড়াও আরও ছয় জন অফিস বেয়ারা হিসেবে দায়িত্ব পেলেন।


তারা হলেন আশিষ কুমার বসু, তুষারকান্তি ঘোষ,অভিজিৎ সিংহ,শুভাশিস খান,সুমন্ত দাস,ও কার্তিক চন্দ্র রায়। ব্যাঙ্কের ম্যানেজার হিতাংশু রায় জানান,গত ৯ ডিসেম্বর বোর্ডের মেয়াদ শেষ হয়। এবং ১৩ জানুয়ারী নুতন বোর্ড গঠনের নির্দেশ আসে রাজ্য সমবায় দপ্তর থেকে। সেই মতো নুতন বোর্ড ঘঠন হল। এর ফলে ব্যাঙ্কের গ্রাহকরা ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়ছিলেন তা দূর হল। এবং এখন থেকে ব্যাঙ্কের কাজেও গতি বাড়বে। এদিকে,নুতন দায়িত্ব নেওয়ার পর বোর্ড জোর কদমে কাজও শুরু করল আজ থেকে। প্রসঙ্গত,বিষ্ণুপুরে সমবায় ব্যাঙ্ক হিসেবে যথেষ্ট সুনামের সাথে দীর্ঘ দিন ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে। গত মাস দেড়েক বোর্ড ঘঠন আটকে থাকায় এই পরিষেবায় কিছুটা ঘাটতি ছিল। যার জন্য বিষ্ণুপুর পুর শহরের মানুষ জন আবিলম্বে নুতন বোর্ড ঘটনের দাবী তুলে ছিলেন।এবার সেই দাবী মেটায় খুশী এই মল্লভূমের বাসিন্দারাও।

দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story