ব্রেকিং নিউজ

লালবাজারে আইসিডিএস সেন্টারের খিচুড়িতে মিলল টিকটিকি। অসুস্থ কয়েকজন পড়ুয়া,ঘটনাস্থলে মেডিকেল টিম।

লালবাজারে আইসিডিএস সেন্টারের খিচুড়িতে মিলল টিকটিকি। অসুস্থ কয়েকজন পড়ুয়া,ঘটনাস্থলে মেডিকেল টিম।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের লালবাজার এলাকার কামার পাড়ায় লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলা একটি আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি মেলায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।শিশুদের অবিভাবকরা সেন্টারে চড়াও হয়ে বিক্ষোভও দেখান।

কয়েকজন শিশু পড়ুয়া খিচুড়ি খেয়ে অসুস্থবোধ করে। খবর পেয়ে সেন্টারটিতে পৌঁছয় মেডিকেল টিম।

স্থানীয়দের অভিযোগ রাঁধুনীদের গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story