মানুষ আক্রান্ত হলেই পাশে দাঁড়াবে বামেরা। পাত্রসায়রে গুলিবিদ্ধ বিজেপি কর্মীদের দেখতে গিয়ে জানালেন সূর্যকান্ত।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মানুষ আক্রান্ত হলেই তাদের পাশে দাঁড়াবে বামেরা। এক্ষেত্রে কে কোন দলের লোক তা নিয়ে কোন ছুৎমার্গ নেই। আজ পাত্রসায়রের কাঁকরডাঙ্গা লাগোয়া হাটকৃষ্ণনগর গ্রামে গুলি বিদ্ধ বিজেপি কর্মীদের দেখতে যাওয়ার পর আয়োজিত দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের এই স্ট্যান্ড স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।এদিন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র কে সাথে নিয়ে আহত তাপস বাউরী ও টুলু প্রসাদ খাঁয়ের বাড়ী গিয়ে দেখা করেন। এই দুজন বাড়ীতে ফিরলেও অষ্টম শ্রেণির গুলিবিদ্ধ ছাত্র সৌমেন বাউরী এখনও বাঁকুড়া মেডিকেলে ভর্তি। দলের পক্ষ থেকে গুলিবিদ্ধদের হাতে অর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় এদিন। পাশাপাশি, ২০১২ সালের১৩ই আগস্ট খুন হওয়া লিয়াকৎ মিদ্দার বাড়ীতেও যান সূর্যকান্ত বাবু। দীর্ঘ আট বছ্র থেকে বন্ধ থাকা কাঁকরডাঙ্গা জোনাল কমিটির অফিস এদিন কর্মীদের সাথে নিয়ে পুনরুদ্ধার করেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]