Home > ব্রেকিং নিউজ > বিশ্ব মানবতা দিবসে, মহিলাদের মানবতার অধিকার রক্ষার দাবীতে ডি এম অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান মহিলা সমিতির।
বিশ্ব মানবতা দিবসে, মহিলাদের মানবতার অধিকার রক্ষার দাবীতে ডি এম অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান মহিলা সমিতির।
BY Bankura 24x710 Dec 2018 7:39 PM IST
X
Bankura 24x710 Dec 2018 7:39 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বিশ্ব মানবতা দিবসে এ রাজ্যে মহিলাদের মানবতা রক্ষার দাবীতে এবং আইসিডিএস কর্মীদের পেশাগত একগুচ্ছ দাবী দাওয়া নিয়ে পথে নামলেন সিপিএমের মহিলা সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি এবং আইসিডিএস কর্মী সংগঠন।
আজ ১২ দফা দাবী নিয়ে দুটি সংগঠন যৌথ ভাবে জেলাশাসকের অফিসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।
এরপর জেলাশাসক ও আইসিডিএসের জেলা আধিকারিক অফিসে স্মারকলিপিও দেন তারা।
সংগঠনের অভিযোগ, এরাজ্যে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বর্ধিত হারে আইসিডিএস কর্মীদের বেতন দেওয়া হচ্ছেনা। অনেকে কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।
তাদের নিরাপত্তা ও মানবতার অধিকার লঙ্ঘন করছে বর্তমান শাসক দল।
তাই, আজ বিশ্ব মানবতা দিবসে, এর প্রতিবাদে সরব হলেন এই বামপন্থী মহিলা সংগঠনের সদস্যরা।
#দেখুন ভিডিও।[embed]
Next Story