খেলা

নন্দ শীল্ডের উদ্বোধনী ম্যাচে এরিয়ান কে ৩-০ গোলের ব্যবধানে হারাল কলকাতা পুলিশ।

নন্দ শীল্ডের উদ্বোধনী ম্যাচে এরিয়ান কে ৩-০ গোলের ব্যবধানে হারাল কলকাতা পুলিশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক, বাঁকুড়া) : জেলার ঐতিহ্যবাহী নন্দ প্রসাদ বন্দ্যোপাধ্যায় স্মৃতি শীল্ডের ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার থেকে। ৯০ বছরের প্রাচীন এই টুর্নামেন্টেএ সাথে জুড়ে রয়েছে ফুটবলের নানা ইতিহাস। এক সময় এই টুর্নামেন্টের খেলা দেখতে বাঁকুড়া স্টেডিয়ামে ভীড় উপচে পড়ত। এখন তাতে কিছুটা ভাটা পড়লেও জেলার ফুটবল প্রেমীদের কাছে এই টুর্নামেন্টের আকর্ষণ আজও অব্যাহত রয়েছে। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় কলকাতা পুলিশ বনাম এরিয়ান। এই খেলায় ৩ - শূন্য ব্যবধানে জয়ী হয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ দলের হয়ে গোল তিনটি করেন রবি হাঁসদা,শুভঙ্কর মন্ডল, আকাশদীপ দাস।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/protests-and-meetings-of-the-tmc-in-the-town-in-protest-of-cab-and-nrc/img-20191216-wa0001_1280x1278_1024x1022/" rel="attachment wp-att-7462">

Next Story