খেলা

নন্দ শীল্ডের আজকের খেলায় হাওড়া সহযাত্রী কে ২- ০ গোলে পরাজিত করল কেশড়া ফুটবল কোচিং সেন্টার,

নন্দ শীল্ডের আজকের খেলায় হাওড়া সহযাত্রী কে ২- ০ গোলে পরাজিত করল কেশড়া ফুটবল কোচিং সেন্টার,
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,বাঁকুড়া) : আজ শহরের স্টেডিয়ামে নন্দ প্রসাদ বন্দ্যোপাধ্যায় স্মৃতি শীল্ডের দ্বিতীয় দিনের খেলায় অংশ নেয় বাঁকুড়ার কেশড়া ফুটবল কোচিং সেন্টার বনাম হাওড়া সহযাত্রী। এই খেলায় হাওড়া সহযাত্রীকে ২ - ০ গোলের ব্যবধানে হারায় বাঁকুড়ার কেশড়া ফুটবল সেন্টার। বাঁকুড়ার কেশড়া ফুটবল কোচিং সেন্টারের শুভ খাওয়াস একাই দুটি গোল করে জয় ছিনিয়ে নিয়ে আসে। তার খেলা এদিন উপস্থিত দর্শকদের নজর কাড়ে। আজ এই জয়ের ফলে কেশড়া ফুটবল কোচিং সেন্টার সেমি ফাইনাল খেলায় পৌঁছে গেল। এদিনের খেলাতেও ভালো সংখ্যক দর্শকদের ভীড় ছিল বাঁকুড়া স্টেডিয়ামে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/protests-and-meetings-of-the-tmc-in-the-town-in-protest-of-cab-and-nrc/img-20191216-wa0001_1280x1278_1024x1022/" rel="attachment wp-att-7462">

Next Story