পড়াশোনা ২৪X৭

বাঁকুড়ার মাধ্যমিক পরীক্ষার্থীরা সাথে রাখ এই ৩টি হেল্প লাইন নাম্বার,আর জেনে নাও নিষেধাজ্ঞার তালিকাও।

বাঁকুড়ার মাধ্যমিক পরীক্ষার্থীরা সাথে রাখ এই ৩টি হেল্প লাইন নাম্বার,আর জেনে নাও নিষেধাজ্ঞার তালিকাও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাত পোহালেই শুরু মাধ্যমিক। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৯ হাজার ৭৩৮ জন। পরিসংখ্যানের বিচারে যা গতবছরের তুলনায় ১২৮৪ জন কমে গিয়েছে।।গতবছর জেলা থেকে পরীক্ষা দিয়েছিল ৫১ হাজার ২২ জন। জেলায় এবার মূল ও সাব ভেন্যু মিলিয়ে পরীক্ষাকেন্দ্র থাকছে মোট ১১৬ টি। মোট পরীক্ষার্থী ৪৯ হাজার ৭৩৮ জনের মধ্যে ছাত্র ২১ হাজার ৯৫৩ জন এবং ছাত্রী ২৭ হাজার ৭৮৫ জন।। গতবছরের মতো এবারও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মাধ্যমিক শিক্ষা পর্ষদের বাঁকুড়া জেলা আহ্বায়ক গৌতম দাস এই প্রসঙ্গে জানান,জেলায় ছাত্রীদের আনুপাতিক হার বাড়ার ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প কাজে লেগেছে। তার ফল পাচ্ছি আমরা।

জেলা স্কুল পরিদর্শক(মাধ্যমিক) গৌতম চন্দ্র মাল বলেন, পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া শেষ। প্রতি কেন্দ্রে পানীয় জল ও চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে।। সেই সঙ্গে পর্যাপ্ত পুলিশও থাকবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। প্রতি কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারিও করা হয়েছে। পরীক্ষার্থীদের তিনি সাড়ে এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান,পরীক্ষাকেন্দ্রের ভেতর মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা। সাথে নেওয়া যাবেনা ডিজিটাল স্কেল,ঘড়ি এবং ক্যালকুলেটর সহ যাবতীয় ইলেকট্রনিকস গেজেট। আর যে কোন রকম সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা জেলার হেল্প লাইন নাম্বারে কল করে সাহায়তা চাইতে পারবে। মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার হেল্প লাইন নাম্বার : 9153575245 8001054232 8918985842

অন্যদিকে,জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, সমস্ত পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশি মোতায়েন থাকছে। জেলা পুলিশেরও হেল্প ক্যাম্প থাকবে। পরীক্ষার দিনগুলোতে জেলার বিভিন্ন হাতি প্রবন এলাকায় বনদপ্তরের বিশেষ টিমের নজরদারি থাকছে বলে জানিয়েছেন বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও ভাস্কর জেভি। জঙ্গল পথে বনকর্মীদের পাশাপাশি টহল দেবে হুলাপার্টিও।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story