জেলা জুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস।দেখুন 🎦ভিডিও প্রতিবেদন।
BY Bankura 24x715 Aug 2019 12:21 AM IST
X
Bankura 24x715 Aug 2019 12:21 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে জেলার সদর শহর থেকে প্রতি ব্লকে, ব্লকে মহাসমারোহে পালিত হল কন্যাশ্রী দিবস। এবার জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় ইন্দাসে। সেখানে রাজ্যের প্রতি মন্ত্রী শ্যামল সাঁতরা,জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। পাশাপাশি শহরের রবীন্দ্র ভবন মঞ্চের অনুষ্ঠানটি ছিল নজর কাড়া। এছাড়া কোতুলপুর,জয়পুর, রাইপুর সহ প্রতি ব্লকে প্রভাত ফেরী, ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় কন্যাশ্রী দিবস। তারই কিছু মূহুর্তের টুকরো নিয়ে আমাদের ভিডিও কোলাজ।
#দেখতে নীচের ভিডিও 🎦 ক্লিক করুন।[embed]
Next Story