জঙ্গলমহল কাপ ও সৈকত কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাম জামানায় জঙ্গল মহলে খেলার রীতি, আবেগ,আশা,আকাঙ্খা কে প্রাধান্য দিয়ে প্রতিভা খুঁজে তাদের আন্তর্জাতিক স্তরে উন্নীত করা অধরায় থেকে গিয়েছিল,আর জঙ্গল মহলে মাওবাদী হিংসা,বারুদের গন্ধ অশান্তির আবহ তৈরী করেছিল তা এখন অতীত।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জঙ্গল মহলে যেমন শান্তি ফিরিয়ে এনেছে তেমনি খেলার বাতাবরণও গড়ে তুলেছে।
আজ জেলার শুনুকপাহাড়ি তবে জঙ্গল মহল কাপ ও সৈকত কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ১৮ টিকে থানা এলাকা নিয়ে আয়োজিত সৈকত কাপে ৮৫৭ টিকে ক্লাবে ১০,০০০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে ৪০০ জনকে পুরস্কৃত করা হয়।
অন্যদিকে ৫টি থানা এলাকা নিয়ে আয়োজিত জঙ্গল মহল কাপে ৪১১ টিকে ক্লাবে ২৫,০০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি, ব্যক্তিগত ইভেন্ট ৮৪৪ জনকে পুরস্কার দেওয়া হয়।পুরস্কার হিসেবে মোটর বাইক,সাইকেল,মোবাইল ফোন,এলইডি টিভি প্রভৃতি তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।এবং বিজয়ীদের সিভিক পুলিশে চাকরী দেওয়ারও ব্যবস্থা রয়েছে বলে জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#দেখুন 🎦ভিডিও👇[embed]