বিনা মাস্কে আড্ডার জটলা, দাদাগিরি! শবক শেখাতে রাস্তায় পুলিশ,সারেঙ্গায় আটক ৮।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : সারা দেশের সাথে জেলাতেও কোভিড সংক্রমণের বিরাম নেই। অথচ বিনা মাস্কে আড্ডা,বাজারে জটলা,আর কিছু উঠতি যুবকের দাদাগিরি চলছে পুরোদমে। আর এই বেয়াদবি ঠেকাতে এবার পথে নামল সারেঙ্গা থানার পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত সারেঙ্গা বাজার সহ জনবহুল জায়গায় রীতিমতো অভিযান চালাল সারেঙ্গা থানার পুলিশ।
মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন এমন কয়েকজনকে হাতেনাতে ধরার পাশাপাশি, যারা জটলা করে আড্ডা মারছিলেন তাদের ভীড়ও হটিয়ে দেয় পুলিশ। জানা গেছে অন্তত ৮ জনকে পুলিশ ধরে থানায় নিয়ে এসে আটক করে রাখে। এবং জেলা পুলিশ সুত্রে আরও জানা যাচ্ছে যে, এখন কিছুক্ষণ আটক করে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হলেও এবার এই মাস্ক না পরার ট্রেন্ড ঠেকাতে বিনা মাস্কে ঘুরলেই তাদের গ্রেপ্তার করবে পুলিশ।
আর কয়েক দিনের মধ্যেই এই কড়া দাওয়াই প্রয়োগ করা হবে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।এদিকে, সোমবারের কোভিড বুলেটিনে কিছুটা স্বস্তির খবর মিলেছে। ২৫ এপ্রিল জেলায় নুতন করে আক্রান্ত রোগীর তুলনায় বেশী মানুষ একদিনে সুস্থ হয়ে উঠেছেন।
নুতন করে আক্রান্তের সংখ্যা যেখানে ১১৬ জন, সেখানে একদিনে সেরে উঠলেন ১২৪ জন। পাশাপাশি, কোন মৃত্যুর সংখ্যাও বাড়েনি বুলেটিনে। মোট মৃতের সংখ্যা ৯৪ ই আছে। আর জেলায় এখন সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা১০৫৮ জন। এই তথ্য ২৫ এপ্রিলের নিরিখে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇