কলের লাইন আছে অথচ অধরা পানীয় জল! প্রতিবাদে খালি কলসি,হাঁড়ি পেতে পথ অবরোধ অম্বিকানগরে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামে রয়েছে পানীয় জলের পাইপ লাইন,বাড়ী,বাড়ী পানীয় জলের লাইনের সংযোগও দেওয়া হয়েছে। অথচ গত তিন মাস ধরে জলের দেখা নেই! এদিকে, গরম বাড়তে চলেছে। গ্রামের টিউব ওয়েলেও জল মিলছে না। অগ্যতা পানীয় জলের দাবীতে মহিলারা রাস্তার ওপর খালি কলসি,হাঁড়ি ও বালতি পেতে পথ অবরোধে সামিল হলেন রানীবাঁধ ব্লকের লদ্দা গ্রামের মহিলারা। তাদের সাথে যোগদেন পরিবারের পুরুষরাও। অভিযোগ,জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পানীয় জল সরবরাহ না করতে পারায় গ্রামের মানুষ পুকুরের জলে তেষ্টা মেটাচ্ছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রোহিতাশ্ব মাহাতোর দাবী বারে,বারে তিনি জেলা প্রশাসনের কর্তাদের জানিয়েও কোন লাভ হয়নি। তাই গ্রামের মানুষ এই পথ অবরোধে সামিল হয়েছেন।
দীর্ঘক্ষণ অবরোধ চলায় অম্বিকানগর -রুদড়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। চরম হয়রানির মধ্যে পড়তে হয় এই রাস্তার নিত্যযাত্রীদের। পুলিশ এসেও অবরোধ হটাতে পারেনি।অবশেষে, দুপুর দেড়টা নাগাদ রানীবাঁধের জয়েন্ট বিডিও ঘটনাস্থলে এসে নিয়মিত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।
👁️দেখুন 🎦ভিডিও। 👇