জেলার জঙ্গলমহল জুড়ে থানায়,থানায় কুড়মিদের গণদাবি পেশ,কুড়মি নেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে ফের আন্দোলনের হুমকি।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলের থানায়,থানায় গণদাবি পেশ করল কুড়মিরা। বাাঁকুড়া জেলার সারেঙ্গা,খাতড়া,রাইপুর,রাণীবাঁধ,বারিকুল সহ জঙ্গলমহলের বেশ কয়েকটি থানায় এদিন মিছিল করে,স্লোগান দিয়ে তাদের দাবি পত্র পেশ করেন। তাদের এই গণদাবি সমুহ হল : কুড়মি আন্দোলনের সাথে যুক্ত আটক নেতদের অবিলম্বে নিশর্ত মুক্তি দিতে হবে, কুড়মি আন্দোলনের নেতাদের প্রতি পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। তৃণমূল নেতা তথা বিধায়ক দুলাল মূর্মু এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই দাবি তুলে এদিন সরব হন কুড়মি নেতারা।
এই দাবিগুলির ভিত্তিতে এদিন কুড়মিদের রাজ্য কমিটির নির্দেশ মতো জঙ্গলমহল জুড়ে থানায়,থানায়,গণদাবি পেশের কর্মসূচি নেওয়া হয়েছে।বাঁকুড়া জেলার জঙ্গলমহলেও এই কর্মসূচিতে সামিল হন কুড়মিরা।এদিনের এই কর্মসূচিতে সামিলের পর কুড়মি নেতৃত্বের সাফ কথা,এরপরও যদি তাদের নেতারা মুক্ত না হন তাহলে ফের জঙ্গলমহল জুড়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন কুড়মি নেতারা।ফলে ফের সিঁদুরে মেঘ দেখছেন জঙ্গলমহলের বাসিন্দারা। তার আশঙ্কা করছেন আবার অবরোধের রাজনীতিতে রোজকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ার।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇