"এরা রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়,আর বিজেপি নেতারা এলে পিছন,পিছন দৌড়ে বেড়ায় "- পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাংসদ অরূপ চক্রবর্তী'র।
বিবড়দায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অরূপ বাবু।তিনি বলেন, "এই পুলিশ তৃণমূলের বন্ধু নয়,সরকারের বন্ধু নয়,এরা টু -পাইস ফাদার,মাদার! শুধুমাত্র টাকা রোজগারের জন্যই এরা তৃণমূলে আশ্রয় নেয়"।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সাংসদের রোষে পুলিশ!রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী এবার সরাসরি প্রকাশ্য মঞ্চে পুলিশের বিরুদ্ধে সরব হলেন! এমনকি পুলিশের কাজের দায়িত্ব ও কর্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি। বুধবার সন্ধ্যায় তালডাংরা বিধানসভার বিবড়দা গার্লস হাইস্কুল মাঠে বিধানসভা ভিত্তিক ভোটার তলিকা সংশোধন শিবিরের মঞ্চে,পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অরূপ বাবু।তিনি বলেন, "এই পুলিশ তৃণমূলের বন্ধু নয়,সরকারের বন্ধু নয়,এরা টু-পাইস ফাদার,মাদার! শুধুমাত্র টাকা রোজগারের জন্যই এরা তৃণমূলে আশ্রয় নেয়"। তাই এদের থেকে দুরত্ব বজায় রাখার নিদানও দেন এই তৃণমূল সাংসদ।এমনকি তিনি অভিযোগ তোলেন, একজন এমপি এসেছেন, অথচ পুলিশ আধিকারিকদের পাত্তা নেই
।নুন্যতম সৌজন্যতাও নেই বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এমনকি অরূপ বাবু আক্ষেপের সুরে বলেন এরাই আবার বিজেপি নেতারা এলে পিছন,পিছন দৌড়ে বেড়ায়। তিনি তালডাংরার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পুলিশের বড় কর্তাদের কাছে নালিশ করবেন বলেও সাংবাদিকদের জানান।এদিকে খোদ শাসক দলের সাংসদের গলায় এভাবে পুলিশের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তোলার ঘটনাকে ইস্যু করে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। বিজেপির স্থানীয় নেতা বিপদতারণ সেন বলেন, সাংসদের এই বক্তব্যে শুধু পুলিশের ভূমিকা নয়, প্রশ্ন উঠছে তৃণমূল দলের নৈতিকতা নিয়েও। সাংসদ পরোক্ষে স্বীকার করে নিলেন যে,পুলিশ দেশ সেবা করেনা,তৃণমূলের ছাতার তলায় আশ্রয় নিয়ে রোজগার করে।
আর এই রোজগার অর্থাৎ তোলার ভাগ পাচ্ছেন না বলেই কি সাংসদ পুলিশের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিলেন? এই প্রশ্নও তোলেন তিনি। তার আরও দাবি, এর থেকে রাজ্যের শাসক দলের প্রকৃত ভাবমূর্তিটাও ফাঁস হয়ে গেল। সাংসদকে আসল সত্যটা শেষে স্বীকার করতে হল।অরূপ চক্রবর্তীর ইউএসপিই হল তিনি তার বক্তব্য রাখার সময় কোন কিছু চেপে রাখেন না,তিনি যা উপলব্ধি করেন তা প্রকাশ্যেই বলেন। অর্থাৎ দলীয় বাধ্য বাধকতা বা শৃঙ্খলার ধার ধারেন না তিনি। তাই তাঁর স্বভাবসিদ্ধ ভঙিতেই এদিন পুলিশের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শাসক দলের ডাকাবুকো সাংসদ অরূপ চক্রবর্তী। আর তা নিয়ে এখন রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇