জঙ্গলমহল খাতড়া

লকডাউনে গ্রামে ঠেলা গাড়ী করে খাবার বিক্রি,পুলিশের নজরে পড়তেই কি হাল হল দোকানীর? দেখুন ভিডিও প্রতিবেদন।

লকডাউনে ফের শিরোনামে তালডাংরা থানার পুলিশ। এদিন পাঁচমুড়া গ্রামে হানা দিয়ে চার জন কে ধরে নিয়ে যায় পুলিশ বাহিনী। গ্রামে ঠেলা গাড়ী করে লকডাউনে খাবার বিক্রি করায়, খোদ ওসি সামাদ আনসারীর রোষে পড়েন ওই দোকানী। বকা ঝকার পর, শেষে দোকানীকে জোর করে ধরে নিয়ে যায় পুলিশ। এর পর গ্রামজুড়ে চলে পুলিশের টহল।

লকডাউনে গ্রামে ঠেলা গাড়ী করে খাবার বিক্রি,পুলিশের নজরে পড়তেই কি হাল হল দোকানীর? দেখুন ভিডিও প্রতিবেদন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের লকডাউনে সক্রিয় তালডাংরা থানার পুলিশ। এই থানার পাঁচমুড়া গ্রামে বাহিনী নিয়ে এদিন হানা দেন থানার ওসি সামাদ আনসারী। গ্রামে ঢুকতেই তার নজরে আসে বেচা- কেনা। এক দোকানী তার বাড়ীর সামনে ঠেলা গাড়ীতে খাবারের পসরা সাজিয়ে বিনা মাক্সেই বিক্রিবাটা করছিলেন। সাথে,সাথে বড়ো বাবুর ধমক,চমক আর তার নির্দেশ সোজা ধরে নিয়ে গিয়ে তোল হয় পুলিশের জীপে।

তার কাকুতি,মিনতিতে কোন ছাড় নেই। এমনই চার জনকে পাঁচমুড়া থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি চলে গ্রাম জুড়ে টহলদারী।

সেই লাইভ ভিডিও দেখুন এই প্রতিবেদনে।



Next Story